আগে সংখ্যালঘু মন্ত্রণালয় চাই। অর্পিত সম্পত্তি, দেবোত্তর সম্পত্তিসহ হিন্দুদের দখলকৃত সকল সম্পত্তির ব্যাপারগুলো অমিমাংসীত রেখে হিন্দু নারীর অধিকার নিয়ে হঠাৎ এতো সোচ্চার হয়ে যাওয়াটা সন্দেহজনক!!
ঘোষনা দিয়ে হিন্দু বাড়ি-গ্রাম লুটপাট-অগ্নিসংযোগ, মন্দিরে লুটপাট-প্রতিমা ভাংচুর, স্থানবিশেষে হিন্দুদের উপর জিজিয়াকরের নামে চাঁদাবাজি বন্ধ হোক। আগে হিন্দুদের নিরাপত্তা চাই, তারপর নাহয় সবকিছু গুছিয়ে নেওয়া হবে।
তাছাড়া পিতার ইচ্ছে থাকলে কন্যাকে এমনিই সম্পত্তি দেয়া হয়, এর জন্য এক্ষুনি জরুরী ভিত্তিতে আইন করার মতোও এমন কিছুই হয়নি। আগে আগের সমস্যা গোছানো হোক…..
ভারত, পাকিস্তানের মতো দেশেও সংখ্যালঘুর অধিকার প্রতিষ্ঠার্থে মন্ত্রণালয় আছে কিন্তু এতোবার দাবী করার পরেও বাংলাদেশে আজ অব্দি হলোনা….! তার উপর নয়া সংস্কার চাপানোটার পিছে উদ্দেশ্যপ্রণোদিত ও সুদুরপ্রসারি পরিকল্পনা আছে বলে মনে করি।
আবারও বলছি, আগে সংখ্যালঘু মন্ত্রণালয় চাই!!
©Joyti Rakshit