আচ্ছা এই অন্ধ মৌলবাদীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায় না?? ১৯৭১ এর মত।
এবারের যুদ্ধে আমিও অংশগ্রহণ করবো।
এই বর্বর, অশিক্ষিত, ধর্মান্ধ, নীচ, আদিম, কুসংস্কারাচ্ছন্ন, সংকীর্ণমনা, শিশু বলাৎকারকারী , হিংসা ছড়ানো, ধর্ম ব্যবসায়ী, ভন্ড, প্রতারক, জঙ্গি, কট্টরপন্থী, উগ্রগুলাকে দেশ থেকে বিতারিত করুন মাননীয় প্রধানমন্ত্রী। তা না হলে এরা আজ বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দিছে কাল আপনার আমার গলা চেপে ধরবে।
এই শিয়াল কুকুরগুলোকে লাই দিয়ে আর মাথায় তুইলেন না। কওমি মাদ্রাসার সনদের সরকারি স্বীকৃতি অতি দ্রুত বাতিল করুন। শিশু বলাৎকারের আস্তানাখ্যাত কওমি মাদ্রাসাগুলোকে জাতীয়ভাবে নিষিদ্ধ করুন। সংবিধান থেকে বিসমিল্লাহ উঠিয়ে দিন। কুখ্যাত অবৈধ স্বৈরশাসক এরশাদ কর্তৃক চালুকৃত রাষ্ট্রধর্ম ইসলাম উঠিয়ে দিন।
তা না হলে এ দেশটা আফগানিস্তান বা পাকিস্তান হতে বেশি সময় লাগবে না।
একটি ধর্মনিরপেক্ষ শান্তিপূর্ণ বাংলাদেশে আমরা বসবাস করতে চাই।