আজহারি মানুষের মগজধোলাই করছেন মালোশিয়ায়।

Uncategorized

আজহারি মানুষের  মগজধোলাই করছেন  মালোশিয়ায়। বিরাট অডিটোরিয়ামে বসে  আল্লাহ কী বলেছেন, রাসুল কী বলেছেন, এসব  রূপকথা  শোনাচ্ছেন। জান্নাতে নাকি  অ্যাপার্ট্মেন্ট  থাকবে, সবচেয়ে ছোট যে  অ্যাপার্টমেন্ট, সেটি নাকি এই পৃথিবীর দশগুণ। একেকজনের  জন্য একেকটা  অ্যাপার্টমেন্ট বরাদ্দ হবে।    শ্রোতারা কী যে খুশি,  পৃথিবীর দশগুণ বড় অ্যাপার্টমেন্টে থাকার সুযোগ মিলবে।  মালোশিয়ায় শ্রমিকের কাজ করে ছোট ছোট  ঘর কয়েকজন শেয়ার করে থাকে, তারা নিশ্চিতই কল্পনা করতে পারে না, পৃথিবীর দশগুণ বড়   ঠিক কত বড়। পৃথিবীটাই  তো তাদের ঘুরে  দেখা হয়নি।  আজহারি জিজ্ঞেস করলেন , কে কে চায় জান্নাতের অ্যাপার্টমেন্ট? কয়েক হাজার লোক সমস্বরে বলে উঠলো তারা চায়।

অতঃপর আজহারি যা  উপদেশ দেবে, তারা তাই পালন করবে।

তসলিমা তাসরিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *