আপনার সন্তান ধর্মান্তরিত হচ্ছে সেটা আপনার দোষ,,,,অন্য কারো প্ররোচনা নয়

Uncategorized

আপনার সন্তান ধর্মান্তরিত হচ্ছে সেটা আপনার দোষ,,,,অন্য কারো প্ররোচনা নয়।,,,কারণ-
১)আপনার সন্তান যখন সকালে ঘুম থেকে ওঠে তাকে কখনও বলেন নি মুখ পরিষ্কার করে ঠাকুর ঘরে গিয়ে প্রণাম কর। বলেছেন তাড়াতাড়ি মুখ পরিষ্কার করে বই নিয়ে বস। কেননা ধার্মিকের মূল্য আপনার কাছে নাই, মূল্য ছিল শিক্ষার।
বিপরীতে,,,,,,,
প্রতিটি মুসলিম পরিবার তাহার শিশু সন্তানকে মক্তবে পাটিয়ে কোরআন শিক্ষায় শিক্ষিত করে।
২)আপনার সন্তানকে দৈনিক বাদ দেন সপ্তাহেও কি একবার পবিত্র গীতা পাঠে বাধ্য করেছিলেন? করেন নি।
বিপরীতে ,,,,,,,,,,,
প্রতিটি মুসলিম পরিবারের শিশু সন্তান ছোটকাল থেকে পবিত্র কোরআনের আয়াত সমূহ পাঠ করে আসতেছে।
৩)আপনি কখনও আপনার শিশু সন্তানকে অন্তত সপ্তাহের শুক্রবার গ্রামের গীতা স্কুলে পাটিয়েছিলেন? পাঠান নি। কেন না ঐদিন আপনার সন্তান সংগীত শিল্পী, চিত্রশিল্পী, মিউজিশিয়ান, স্পোকেন ইংলিশ ক্লাস নিয়ে ব্যস্ত ছিল।
বিপরীতে,,,,,,,,, ,,,,,
একজন মুসলিম পরিবারের সন্তান ঘরের মধ্যে মসজিদের ইমাম সাহেব কোরআন শিক্ষায় ব্যস্ত।
৪)আপনার সন্তানকে কখনও গীতা প্রতীযোগিতায় নাম লিখিয়ে ছিলেন? না। কেননা ঐ সময় ছিল আপনার সন্তানের স্টার হওয়ার প্রথম প্রতিযোগীতা।
বিপরীতে,,,,,,,,,,,,, ,,,,
কিন্তু একজন মুসলিম পরিবারের সন্তান যেকোন ওয়াজ মাহফিলে কোরআন প্রতিযোগীতা, হামদ্-নাত্ প্রতিযোগীতায় অংশগ্রহণ করে থাকে।
৫)আপনার সন্তানকে শিখিয়েছিলেন কি যে কোন পরিস্থিতি তে ভগবানের স্মরণ নিতে? না।
বিপরীতে,,,,,,,
একজন মুসলিম পরিবারের সন্তান যত খারাপ আচরণের মানুষ হোক সে যে কোন পরিস্থিতিতে খুশি হলে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং বিপদের সময় রক্ষামূলক শব্দ উচ্চারণ করে।
৬) আপনার সন্তানকে কখনও সাথে নিয়ে মন্দিরে, আসনে প্রার্থনা করতে বসেছিলেন?
বিপরীতে,,,,,
প্রতিটি মুসলিম অভিবাবক তাহার সন্তানদের শৈশব থেকে সাথে করে মসজিদে যাওয়া শিখিয়ে থাকেন।
৭)আপনার সন্তানকে ছোটবেলায় কখনও রামায়ন মহাভারতের গল্প সমূহ শুনিয়েছিলেন?
না।।।।।।।
বিপরীতে,,,,,,,,,,
প্রতিটি মুসলিম সন্তান শৈশব থেকে মহানবীর গুনগান শুনতে শুনতে বড় হয়।
৮) আপনার সন্তান যখন বড় হয় তাকে কি বলেছিলেন স্কুলের পাশাপাশি গীতা অধ্যয়ন করার কথা? না বলেন নি। চাপ দিয়েছিলেন বেশি বেশি পড়ার, গৃহশিক্ষকের।
বিপরীতে,,,,,,,,,,,
বেশিরভাগ মুসলিম সন্তান মাদ্রসার শিক্ষায় শিক্ষিত হয়। কোরআনে হাফেজ হয়।
৯)গীতা প্রতিযোগীতায় একটি মুসলিম মেয়ে প্রথম স্থান অধিকার করে নেয় কিন্ত একটা হিন্দু………
বলতে গেলে আমাদের সনাতন ধর্মের নিজের গাফিলতির কারণে সন্তানরা ধর্মান্তরিত হচ্ছে। শৈশব থেকে সন্তানদের ধর্মের নিয়মের সাথে পরিচয় না করিয়ে শিক্ষিত করায় ব্যস্ত। সেই শিক্ষিত সন্তান ধর্মীয় মূল্যবোধের অভাবে মা-বাবার মুখে চুনকালি মাখিয়ে ধর্মান্তরিত হয়।
আসলে লিখতে গেলে হাজার দোষত্রুটি পরিলক্ষিত হয়।
সর্বোপরি নিজের সন্তানদের শৈশব থেকে যদি স্বধর্মের প্রতি পরিচয় করিয়ে না দিয় অদূর ভবিষ্যতে আমাদেরই কলঙ্কের বাগিদার হতে হবে।আসুন সনাতনী মা-বাবারা ধর্মের অস্তিত্ব রক্ষায় নিজে এবং নিজের সন্তানদের পাঠ্য বইয়ের পাশাপাশি পবিত্র গীতা শিক্ষায় শিক্ষিত করি।
হরে কৃষ্ণ।।
জয়তু সত্য সনাতন ধর্ম
কার্টেসি: Bapan Saha দাদা
🙏🙏🙏🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *