আপনি কি পারিবারিক আইন সমর্থন করেন?

Uncategorized
প্রশ্নঃ-আপনি কি পারিবারিক আইন সমর্থন করেন?
আমিঃ- না, বর্তমানে প্রস্তাবিত পারিবারিক আইন আমি সমর্থন করি না।
প্রশ্নকর্তাঃ- কেন? কি কারণে সমর্থন করেন না?
আমিঃ- ১/আমি আমার পিতার সম্পত্তির ভাগ করে সম্পত্তির সাথে  সম্পর্ক টুকরো টুকরো করতে চাই না।
২/ আমার ভাই আমাকে শিক্ষিত করতে বাবার পাশাপাশি অনেক পরিশ্রম করেছে,তার পরিশ্রমের প্রতিদান সরূপ তার সাথে আজীবন কৃতজ্ঞ থাকতে চাই,সম্পত্তির ভাগ চাই না।
৩/ আমাকে উপযুক্ত পাত্রের সাথে বিবাহ দিতে অনেক টাকা খরচ করেছে আমার বাবা।যেই টাকায় আমার ভাইয়ের ও সমান অধিকার ছিলো কিন্তু তাদের সেই নিঃস্বার্থ প্রতিদানের কথা আমি কিভাবে অস্বীকার করে বাবার সম্পত্তির ভাগ চাইতে পারি?
প্রশ্নকর্তাঃ- তাহলে কি আপনি আপনার অধিকার দাবি করেন না?
আমিঃ- আমার প্রাপ্য অধিকার অবশ্যই দাবি করি। তবে সেটা আমার স্বামীর সম্পত্তির ভাগ থেকে। অধিকার যদি দিতে হয় তবে আমাকে আমার স্বামীর সম্পত্তির ভাগ দিন।
কারণ, অধিকাংশ মেয়ের স্বামীই প্রথমে মারা যায়।তখন তার একটা নির্দিষ্ট অবলম্বন থাকা জরুরী,যেন সন্তানদের কাছে একটা গুরুত্ব থাকে।বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা যেন তাদের মাথায় না আসতে পারে।
আশাকরি সকলে চিন্তাভাবনা করে মতামত জানাবেন & সঠিক সিদ্ধান্তঃ নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *