আপারা, মগজে,মননে, বুকের ভিত্রে গাঁইথা রাখেন কয়েকটা কথা।

Uncategorized

আপারা,
মগজে,মননে, বুকের ভিত্রে গাঁইথা রাখেন কয়েকটা কথা।

১। প্রেমিক আপনার সব, আপ্নার আদ্ধেক সত্তা, জীবন, যৌবন সব তবুও আই রিপিট তবুও তারে ব্যক্তিগত ছবি, তথ্য বা যা কিছু আপনার জন্য পরে ভয়ানক হতে পারে এমন কিছুই দিবেন না।
প্রকৃতির কখন খরা, কখন বৃষ্টি যেমন বোঝা দায় তেমনি মানুষের মন বোঝা দায় যেখানে নিজের ছায়ারেই বিশ্বাস করতে হিমশিম খাই।
তাই দিবেন না, প্রেমে গদগদ হইলেও দিবেন না।

২। যদি দ্যান তবে পরবর্তীতে হুমকি ধামকি, মাইর খাইতে পারেন তাও মাথায় রাখবেন, মাথায় রাখবেন পরবর্তীতে এইগুলা চুপচাপ সহ্য করেও পরে থাকতে হইতে পারে। কারণ আপনার তো সব শেষ, এখন কি হবে? ( লোকে বলে না!)

৩। যদি চুপচাপ সহ্য করতে না পারেন, তাহলে কথা বলেন।
নিজের কথা নিজে বলেন, আইনের সাহায্য নেন। সাইবার ক্রাইমে যোগাযোগ করেন।

৪।ফ্যামিলি জানবে, মামলা করতে পারবোনা;
আপু আপনি হেল্প করেন ইত্যাদি ইত্যাদি রিকয়েস্ট করা বন্ধ করেন।
কার ঠেকা পরছে যে নিজের সব বাদ দিয়া আপনার বেপার নিয়ে পরে থাকবে?
আপনি চুপ; অন্যরা কতদিন আপনার বেপার নিয়ে কথা বলবে? যাদের কাছে এইসব হেল্প চাচ্ছেন তারা কেউ কি দায়বদ্ধ আপনার কাছে?

যদি এইসবের উত্তর “না” হয় তাহলে নিজের কথাটা নিজেই বলুন, নিজের সমস্যাটা নিজেই সমাধান করুন।

কেবল মাত্র সমাধানের রাস্তা না জানলে, রাস্তার খোঁজ  দিতে হলে সেক্ষেত্রে শুভাকাঙ্ক্ষীরা ওইট্টুক হয়তো করবে তবে এর বেশি আর আশা করবেন না!

আপনার পথ আপনার একাই হাঁটতে হবে, তাই একা হাঁটা শিখুন মেয়ে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *