আবারও কি মিত্র বাহিনীর সহযোগিতা চাইবে স্বাধীনতা রক্ষায়??
যেই ভাবে এগিয়ে এসেছিলো ৭১ রে??
নাকি ৭১ এর হাতিয়ার বাঘা সিদ্দিকীকে লাগবে স্বাধীন বাংলাকে রক্ষায়, আরেক বার গেরিলা বাহিনীর গঠন করার জন্য??
আজ বড় অনিশ্চয়তা মধ্যে বেঁচে আছি এই বাংলাদেশে। আমাদের ও আমাদের আগামী প্রজন্ম রক্ত দিয়ে কিনা বাংলাদেশটাকে দেখতে আগামীতে ? নাকি আবার পরাধীন হতে চলেছি?? যে ভাবে পাকিস্তান চেয়েছিলো।
এর জন্য আজ আবারও বঙ্গবন্ধুকে মরতে দেখলাম, যে ভাবে দেখেছিলো ৭৫রে ঘাতকদের হাতে!!!
আজ এর জন্য দায়ী কে?? সাম্প্রতিক সাম্রাজ্যের মৌলবাদী স্বাধীনতার বিরুদীদের প্রশ্রয় কারা দিয়েছে???
আজ সত্যি বরো অসহায় বোধ করছি, জাতির জনক বঙ্গবন্ধু এমন অপমান পর্যায় দেখে। ভাস্কর্য ও মূর্তীকে পৃথক বুঝিয়ে কৌশল নিয়েছিলেন কেনো বর্তমান ক্ষমতাবানরা??
ভাস্কর্য কে বাঁচানোর জন্য মূর্তী ভাঙার ঈঙ্গিত দেয়া মোটেই ভালো হয়নি।
দেশটা জ্ঞানপাপীতে ছেয়ে গেছে।নৈতিকতা বর্জিত এক অকৃতজ্ঞ জাতি তৈরি হচ্ছে।ইতিহাস বিকৃতি ও স্বাধীনতার স্ব পক্ষের শক্তি কে কোল ঠাসা করায় আজ তার অন্যতম কারণ।
হেফাজতে ইসলাম এর, মূর্তি কৌশলহীন আন্দোলন কোথায় শেষ হবে???