আমাদের সংস্কৃতিকর্মীদের স্ত্রীদের মাথায় হিজাব কেন জানতে পারি?

Uncategorized

একটা কথা বলি ভাই মনে কষ্ট খাইয়েন না। আমাদের সংস্কৃতিকর্মীদের স্ত্রীদের মাথায় হিজাব কেন জানতে পারি? এই যে সেকুলার আওয়ামীলীগ সেকুলার বাম নেতারা আপনাদের স্ত্রী’ ভগ্নিরা কেন হিজাব মাথায় দিতে শুরু করেছেন জানতে পারি? আজকে যে মামুনুল হক বাবু নাগরিরা এত সাহস পেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে বুড়ি গঙ্গার মধ্যে ফেলে দিতে চায় তাদের সেই সাহসের ক্ষেত্রটি কি আপনারাই তৈরি করে দেননি? আপনারাই কি শাড়ি কাপড়ের সংস্কৃতির উপর সালাফিস্টদের হিজাবি সংস্কৃতিকে বরণ করে নেননি? এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা যারা সাংস্কৃতিক সংগঠন করেছি যাদের অনেকেই এখন নাটক করেন টিভিতে গান করেন, সিনেমা বানান, পহেলা বৈশাখের অনুষ্ঠানে গিয়ে ইলিশ পান্থা খান, তো আপনারাই তো আবার স্ত্রী’র মাথায় হিজাব তুলে দিয়েছেন! এই যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন নেতা টরন্টোতে আমাদের সঙ্গেই থাকেন আপনি লেনিন স্তালিনের গান গান, চে গুয়েভারার ছবি যুক্ত টি শার্ট পড়ে সারাদিন বিপ্লব বিপ্লব করেন আপনার স্ত্রী’র মাথায় হিজাব কেন? এই যে মাননীয় প্রধানমন্ত্রীর আত্মীয়  রাজনীতি করতে গিয়ে রাজপথে নিজের রক্ত ঢেলে দিয়েছিলেন, সেকুলার রাজনীতির জন্য শেরে বাংলায় পুলিশের মার খেলেন আপনার বউ হিজাব পড়েন কেন? এই যে আমার বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষক যিনি আমাকে মহাত্মা গান্ধীর গল্প শোনাতেন মার্কসবাদ মুজিববাদ শেখাতেন , আপনার মেয়েরা হিজাব ধরে কেন? বাংলাদেশে যাদের কলেজ বিশ্ববিদ্যালয়ে আইকন আদর্শ ভাবতাম এদের বেশিরভাগের স্ত্রী’রাই এখন হিজাবি, ব্যাপারটা অদ্ভুতুরে না?

জনাব নিজেদের প্রশ্ন করুন একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে ক’দিন আপনি উগ্রবাদীদের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন? এই যে আপনি বুদ্ধিজীবী রবীন্দ্রনাথের ভক্ত মানুষ, ক’দিন মোল্লাদের বিরুদ্ধে সাহস করে কাগজে লিখেছেন! ক’দিন দেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের প্রতিবাদ করেছেন? রাজনীতিবিদদের আমি দোষ দেই না, কারন রাজনীতি ও ব্যবসা এখন সমার্থক। সেখানে সঙ সাজতে হয়। ভঙ ধরতে হয়। তারা বলবেন আমাদের স্ত্রীরা ভঙ ধরেছেন! কিন্তু আপনি? আপনি কি আপনার সেকুলার হবার দায়িত্ব পালন করেছেন? এই যে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতার কথাই ধরুন । সেখানেও হিন্দু সেকুলাররা রাস্তায় গরুর মাংস ভক্ষণ করে উগ্রবাদী হিন্দুদের প্রতিবাদ করেন। সংখ্যালঘু মুসলমানদের উপর নিবর্তনমুলক কিছু হলেই প্রতিবাদে ঝাপিয়ে পরেন। কিন্তু বাংলাদেশের আপনি? স্ত্রী’কে হিজাব পরিয়ে সালাফিস্টদের সাহস সমর্থন দিয়ে যাচ্ছেন অবিরাম!! ছিঃ। এই ভন্ডামির ফলেই আজ বাবু নাগরি মামুনুলরা বাড় বাড়ন্ত। লজ্জা করে না আপনাদের?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *