আমার মধ্য দুপুর!!!! সরদারজীর ফানি সাহিত্য

ফান সাহিত্য

আমার মধ্য দুপুর!!!!

ইংরেজদের এক মাসের উৎসব চলছিল,
যাতে তারা NON VEG খাচ্ছিল না…..।।
ওদের মহল্লায় এক সরদার থাকতো,
যে রোজ চিকেন রান্না করে খেত….।।
চিকেনের সুগন্ধে ইংরেজদের খুবই
অসুবিধা হচ্ছিল, তারা পাদ্রীর কাছে
গিয়ে তাদের অসুবিধার কথা বলল….।।
পাদ্রী সরদারের কাছে গিয়ে
বললঃ সরদার জী, তুমিও আমাদের
ধর্ম গ্রহণ করে নাও….তাহলে আর কারো
কোনো অসুবিধা থাকবে না….।।
সরদার রাজি হয়ে গেল….
পাদ্রী সরদারকে নিয়ে চার্চে গেলেন
সেখানে সরদারের গায়ে পবিত্র জল
ছিটিয়ে পাদরি বললেন তুমি জন্মগত
একজন “SIKH”…কিন্তু, এখন থেকে
তুমি একজন “Christian”……
পরেরদিন আবার সরদারের বাড়ি থেকে
চিকেনের গন্ধ পেয়ে সব ইংরেজরা
পাদ্রীকে নালিশ জানালো…..।।
পাদ্রী ইংরেজদের নিয়ে সরদারের
বাড়ি গিয়ে দেখলন….সরদার চিকেনে
পবিত্র জল ছেটাচ্ছে আর বলছে……










তোমার জন্ম হয়েছে “Chicken” হিসাবে,
কিন্তু, এখন তুমি “Potato”……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *