আমার শরীরেও সৈয়দ নজরুল ইসলামের রক্ত বয়ছে” — প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম

Uncategorized

“একবার বঙ্গবন্ধু দেশের বাইরে যাওয়ায়, আমার বাবা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হন, তিনি তখন বাড়িতে, ময়মনসিংহে দুই দিন পরে’ই আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ডাকা হবে, আমাদের কোনো গাড়ি ছিল না..!!

তাই ঢাকায় যেতে আগের দিন রিকশা’ওয়ালাকে ভোর বেলায়, আমাদের বাড়িতে আসতে বলেন, কিন্তু রিকশাওয়ালা ওইদিন ভোরে আসেননি, একদিকে ট্রেন ছাড়ার সময় ও হয়ে যাচ্ছে, অন্যদিকে রিকশাও আসছে না, তখন বাবা ভেবে চিন্তায়, উপায় না পেয়ে,
নিজেই স্যুটকেস মাথায় নিয়ে, দুই মাইল হেঁটে স্টেশনে চলে যান, আওয়ামী লীগের সভায় যোগ দেওয়ার জন্য..!!

এই হলো আওয়ামী লীগের একজন নেতা’কর্মী..!!

জীবনে তারা কখনো বেঈমানি করেননি, আমার বাবা নিজের জীবন দিয়ে, তা প্রমাণ করেছেন, আওয়ামী লীগের সবাই মোস্তাক হয় না,, জীবনের শেষ দিন পর্যন্ত,, তিনি বঙ্গবন্ধুর আদর্শে অবিচল হয়েই থেকেছেন..!!

“আমার শরীরেও সৈয়দ নজরুল ইসলামের রক্ত বয়ছে”

— প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *