– এক মহিলা মন্দিরের পূজারীকে সাফ জানিয়ে দিলেন, ” আমি আর কোনদিন মন্দিরে আসবো না I”
পূজারী জিজ্ঞেস করলেন, ” কারণটা কি জানতে পারি ?”
– মহিলা বললেন, “মন্দিরের পরিবেশটা আমার এখন একদম ভালো লাগে না I মন্দিরে এসে মানুষের মোবাইল টেপা, প্রেম, গল্প, আড্ডা এসব দেখতে আমার একদম ভালো লাগে না I”
– পূজারী কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, “আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে আমার একটা কথা মানবেন ?”
-মহিলাটি বললেন, “কি বলুন” I
পূজারী বললেন, “একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে আপনাকে দুইবার এই মন্দির প্রদক্ষিণ করতে হবে, পারবেন তো ? তবে এক ফোটা জল যেন গ্লাস থেকে বাইরে না পড়ে I”
– মহিলাটি বললেন, “পারবো “I
মহিলাটি একটি জলপূর্ণ গ্লাস হাতে নিয়ে পুরো মন্দির দুইবার প্রদক্ষিণ করলেন, এক ফোটা জল গ্লাস থেকে নিচে পড়ে নি I
প্রদক্ষিন শেষ হলে পূজারী মহিলাটিকে তিনটি প্রশ্ন করলেন–
১) আপনি কি প্রদক্ষিণের সময় কাউকে মোবাইল টিপতে দেখেছেন ?
২) আপনি কি কাউকে গল্প করতে লক্ষ্য করেছেন ?
৩) কাউকে কি বাজে কোন কাজ করতে দেখেছেন I
মহিলাটি বললেন, “আমি এসব কিছুই লক্ষ্য করি নি, কারণ আমার পুরো মনোযোগ জলের গ্লাসের উপর ছিল যাতে এক ফোটা জল গ্লাস থেকে না পড়ে যায় I
পূজারী বললেন, “আপনি যখন মন্দিরে আসবেন আপনার উচিত আপনার পূর্ণ মনোযোগ ভগবানের উপর স্থাপন করা I দেখবেন একমাত্র ঈশ্বর ছাড়া বিশ্বের কোন অপ্রিয় জিনিস আপনার নজরে আসবে না।।
⭕ সারাদিন পর ধর্মের সমালোচনা না করে কৃষ্ণ নাম স্বরণ করুন তাতে পাপ থেকে মুক্তি পাবেন।।
হরে কৃষ্ণ 🙏🙏🙏