আল জাজিরার রিপোর্ট বিষয়ে দুই/চার কথা

Uncategorized

আল জাজিরার রিপোর্ট বিষয়ে দুই/চার কথা——-

১. এটিকে উদ্দেশ্যমুলক রিপোর্ট মনে করলে দরকার ছিল না সরকারের তরফ থেকে এতো বিবৃতি দেওয়া বা প্রতিবাদ  করা।  এগুলো করে আলজাজিরাকে আরও গুরুত্ব দেওয়া হলো।
২, এ রিপোর্ট প্রকাশের পর একদলকে দেখছি ফেসবুকে ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার লোক’ এরকম ফ্রেমে নিজের ছবি পোস্ট করতে। আবার আরেকদলকে দেখতেছি , লেখছেন ‘ আমরা জনতার লোক’। আরে ভাই , এতো তার তার লোক করছেন কেন ? নিজেরই লোক থাকেন না  ? নিজের লোক থেকেই  যা করার আপনি তবে করতে পারবেন। 
৩ আলাজাজিরার রিপোর্ট প্রকাশের পর আমাদের দেশের গণমাধ্যমে শুধু প্রতিবাদ পাবলিশ হয়েছে। রিপোর্ট পাবলিশ করা হয়নি। করলে কি জানি খড়গ নেমে আসে। এনিওয়ে আলজাজিরার রিপোর্টের ক্রুটি নিয়েও আলাপ করা যেত।
কয়েকটি নমুনা দিই :

যারা ভিডিওটি দেখেছেন তারা লক্ষ্য করবেন  ইউসুফ আলীকে যখন এয়ারপোর্টে পুলিশ নিয়োগে ঘুষের ব্যাপারে কতো টাকা নেওয়া হয় জিজ্ঞেস করা হয়েছিল তখন প্রথমে তিনি ৫/৬ কোটি টাকা বললে তাকে প্রশ্নকারী প্রভোকড করে বলেন আরও বেশি না ? তখন সিলেটি ইউসুফ আলী বলেন , ৫০/৬০ কোটি টাকাও।

এ রিপোর্টটি  থারাবাহিকভাবে বলা হয় প্রচার হবে কয়েকপর্বে। এখন আলজাজিরার পক্ষ থেকে বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থে সামিকে গোপনে রাখা হয়েছে। একই কথা নেত্র নিউজের তাসমীম খলিলও বলেছেন । খবরে এসেছে। মানে প্যানিক করা ছিল রিপোর্টে র উদ্দেশ্য।

এ রিপোর্টে চুক্তির ব্যাপারে যখন আলাপ দেখানো হচ্ছিল তখন একপক্ষকে দেখানো হচ্ছিল। অন্য পক্ষ নয় কেন ?  কারণ তারা কি আলজাজিরার দৃষ্টিতে দেশের জন্য    ক্ষতিকর নন? একটা এসোসিয়েটকে দেখানোর সময় কারো কারো মুখ ঘোলা রে দেওয়া হচ্ছিল। কিন্তু ইসরায়েলিদের নয়। তারা ইসরায়েলি এটা নিশ্চিত কীভাবে করল আলজাজিরা?

রিপোর্টটি বেশ নাটকীয়। আহমেদ পরিবারের যে গল্প  সেটা বেশ নাটকীয়। প্রশ্ন হলো যার বিরুদ্ধে াভিযোগ তিনি একসময় বিজিবি প্রধান ছিলেন। সেসময় আরেকজন সেনাপ্রধান ছিলেন। সেসময়ের বিজিবিপ্রধান কি সেনাপ্রধানের চেয়েও পরাক্রমশালী ছিলেন যে রিপোর্টে বলা হয়েছে বিজিবি প্রধানের সময়ই এসব অনেক কিছু হয়েছে ?
আর দু দুবার ওই কয়েক ভাই ই নির্বাচনে জিতিয়ে দিলো প্রধানমন্ত্রীকে? আর কেউ ছিল না পাশে ? রিপোর্টের স্ক্রিপ্ট  শুনুন বারবার।
খুবই হাস্যকর ও নিম্নমানের আচরণ ঘটে যাচ্ছে এখনও এ রিপোর্টকে নিয়ে। এই অনুসন্ধানী ( আলজাজিরার ভাষায় )  রিপোর্টের সত্যতা যাচাইয়ের জন্য আমাদের দেশে একজনও কী ভালো সাংবাদিক নাই ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *