আহমদ ছফা মুসলিমবাদী হয়েও মহাত্মা, আবদুর রাজ্জাক মুসলিমবাদী হয়েও বাংলার সক্রেটিস বলে খ্যাত হন। জিন্না সোহরাওয়ার্দী মুসলিমবাদী হয়েও মহান নেতা হতে পারলে বৌদ্ধ মৌলবাদীদের কাছে শ্রীলংকার নতুন প্রেসিডেন্ট কেন সংখ্যাগরিষ্ঠ সিহংলিজ বৌদ্ধদের কাছে মহান নয়? তাকে সংখ্যালঘু তামিল ও মুসলিমদের জন্য আতংক বলা হচ্ছে। অবিভক্ত পূর্ব বাংলায় তো জিন্না সোহরাওয়ার্দীও হিন্দুদের কাছে আতংক ছিলো। পাকিস্তান হলে হিন্দুদের এদেশ ছেড়ে চলে যেতে হবে- এরচেয়ে বড় আতংক আর কি হতে পারে? ট্রাম্প খালি মুখে বলেছিলো আমি ক্ষমতায় আসার আগে মুসলিমরা বাক্স গুছিয়ে রাখো’- তাতেই যদি বিশ্ব মানবতার আরশ ভেঙ্গে পড়ে তাহলে ‘মুসলমানদের জন্য আলাদা দেশ’ রূপকাররা কোথাকার মহান মানুষ হোন? যদি সাহিত্যে মুসলিম সমাজ ভালো করে চিত্রিত করতে রাজ্জাক-ছফা-সলিমুল্লা খানরা মুসলিমবাদী হলে দোষ না হয় তাহলে এই উপমহাদেশে হিন্দুত্ববাদী, বৌদ্ধবাদী, চাকমাবাদী, মারমাবাদী কেউ হলে সে একা কেন সাম্প্রদায়িক হিসেবে তকমা পাবে?
ভারতের হিন্দুত্ববাদী আর বাংলাদেশের মুসলিমবাদী বুদ্ধিজীবীরা গুয়ের এপিঠ ওপিঠ। কিন্তু তফাত ভারতে হিন্দুত্ববাদীরা সেক্যুলার প্রগতিশীলদের হাতে নিয়ত প্রতিরোধের মুখোমুখি হলেও বাংলাদেশে মুসলিমবাদীরাই প্রগতিশীল লিবারাল সেজে বসে আছে। এই মুসলিমবাদীরা শ্রীলংকায় একজন বৌদ্ধ জাতীয়তাবাদীর ক্ষমতায় আরোহনে চিন্তিত!
[গত বছর শ্রীলঙ্কার নির্বাচনের পরে লেখা]