বিভিন্ন জাতের লোকের মধ্যে যত বিয়ে হবে, তত জাতে জাতে ঘৃণা কমবে। বিভিন্ন ধর্মের লোকের মধ্যে যত বিয়ে হবে, তত কমবে ধর্মে ধর্মে ঘৃণা। এই কথা গত তিন দশক থেকে বলছি, বলছি বলে কত যে লোকে আমায় গাল পেড়েছে। আজ তো ভারতের সুপ্রীম কোর্টই কথাটি বললো।
কিছু লোক আজ বলছে শুনলাম, ভিন্ন জাতে বিয়ে তবু মানা যায়, হিন্দু- মুসলমানে বিয়ে মানা যায় না। ইসলাম ধর্ম নিয়ে মানুষের মধ্যে ভীষণ ভয় কাজ করে। এই ধর্মটি এখনও কাঁচা অবস্থায় পড়ে আছে, এর কোনও সংস্কার হয়নি। সংস্কার হয়নি বলে এই ধর্মে যাদের গভীর বিশ্বাস, তারা বিয়ের সময় সঙ্গীকে ধর্ম বদলাতে বাধ্য করে। সংস্কার হয়নি বলে এখনও ধর্মটি অসহিষ্ণু আর এই অসহিষ্ণু ধর্মের প্ররোচনায় অনেকে জঙ্গি- খাতায় নাম লেখায়। তাই অমুসলিম লোকেরা ইসলাম থেকে দূরে থাকতে চায়। তারা আর যাই মানুক, দুই ধর্মের লোকের মধ্যে বিয়ে মানবে না।
সে কারণেই বলছি, নিজের ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম বলা, নিজের নবীকে শেষ নবী বলা, নিজের ধর্মকে বেহেস্তে পাঠানো বাকি ধর্মকে দোযখে পাঠানোর বালখিল্যতা ত্যাগ করে সভ্য হতে হবে মুসলমানদের। এটি এখন আর ধর্ম নয়, এটি এখন কেবলই চক্ষুলজ্জাহীন ব্যবসা।