ইসলাম পূর্ববর্তী সময়ে আরবের লোকজনরা পৌত্তলিক ও মূর্তিপূজক ছিল।

Uncategorized
ইসলাম ধর্মের মূলগ্রন্থ কুরআনের সূরা ফীলে বর্ণিত এক অলৌকিক পাখি আবাবিল, যা পবিত্র কাবা ধ্বংস করতে আসা আকসুম রাজ্যের রাজা আবরাহার হস্তিবাহিনীকে ক্ষুদ্র কঙ্করাঘাতে ধ্বংস করেছিল বলে মুসলিমরা বিশ্বাস করে। এ ব্যাপারে আমি অত্যন্ত অত্যুতসাহি। সম্ভবত নবী মুহাম্মদ (সা:) এর জন্ম ও ইসলাম প্রবর্তনের পূর্বের ঘটনা এটা। রাজা আবরাহার বিশাল এক হস্তিবাহিনী নিয়ে পবিত্র কাবাঘর আক্রমন করতে এসেছিল ও মহান আল্লাহতালা আবাবিল পাখির মাধ্যমে কংকর নিক্ষেপ করে সেই হস্তিবাহিনী ধ্বংস করেছিল। 

ইসলাম পূর্ববর্তী সময়ে আরবের লোকজনরা পৌত্তলিক ও মূর্তিপূজক ছিল। সেইসময় পবিত্র কাবাঘরে বিভিন্ন দেবদেবীর মূর্তি ছিল যেগুলো ইসলাম কায়েম হবার পর নবী মুহাম্মদ (সা:) অপসারন করেছিলেন। এখন প্রশ্ন হলো, শত্রুর হাত থেকে কাবাঘর রক্ষা করতে আল্লাহ আবাবিল পাখি পাঠাল তাহলে কাবাঘরে থাকা সেসব মূর্তিগুলোকে আবাবিল পাখিরা কেন ধ্বংস করল না? দেবদেবীর মূর্তিগুলো কি কাবাঘরের পবিত্রতা নষ্ট করেনি? 
এ থেকে আবাবিল পাখি দ্বারা রাজা আবরাহার হস্তিবাহিনী ধ্বংসের ওই ঘটনাটাকে কি ধূম্রজাল বলে মনে হয়না? আপনারা কি মনে করেন? আসলেই কি ঘটনাটা সত্তি না কোনো মিথ বলে মনে হয়?

1 thought on “ইসলাম পূর্ববর্তী সময়ে আরবের লোকজনরা পৌত্তলিক ও মূর্তিপূজক ছিল।

  1. হতে পারে আল্লাহ নবী কে দিয়ে কাবা ঘরের মূর্তি সড়ানোর কাজ টি করাবেন এই প্লান করে আগেই আবাবিল পাখি দিয়ে করান নি। বরঞ্চ আবাবিল পাখি দিয়ে বিশাল হাতি বাহিনী কে ধংশ করেছে।
    যাইহোক, আমার কাছে এগুলো ভুয়া মনে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *