ঈমান নিয়ে যারা টানাটানি করেন তাদের উদ্দেশ্যে (পর্ব ১):
আমি ভাস্কর্য নিয়ে ইদানিং কিছু পোস্ট করেছি। কিছু কমেন্টও করেছি পত্রিকার খবরে। এতেই আমার বিরুদ্ধে খেপেছে মগজ ধোলাই করা মৌলবাদী চক্র। এর আগেও তারা আমার আইডি খেয়ে দেয়, প্রায় ২০ হাজার ফলয়ার সহ। যা হোক, আমি নতুন করে এ আইডি থেকে শুরু করি। আমার পোস্টের কারনে আমার কাছের কিছু বন্ধুও আমার ঈমান নিয়ে প্রশ্ন তুলেছে। আমি আমার ঈমান প্রমান করতে যাচ্ছি না কারও কাছে, আর আমি মনে করি কারও কাছে আমার ঈমান প্রমান করার কিছু নাই। এটা একান্তই আমার নিজস্ব ব্যাপার । আমার ঈমান প্রমান করতে হলে আমি শুধু স্রষ্টার কাছেই করব। অন্য কার কাছে নই । আমি শুধু আমার বক্তব্য আরেকটু পরিষ্কার করে বলতে চাই।
আমি মুসলিম। এবং ইসলামের ভালো জিনিসগুলো মেনে চলার চেষ্টা করি। নামাজ সবসময় পড়া হয়না। আর মোল্লাদের চাপিয়ে দেয়া নিকাব অনেক আগেই বাংলাদেশে খুলে লন্ডন এসেছি। যাই হোক, আমি মুসলিম হলেও, মুসলিম আলেমদের বানানো উগ্রতায় বিশ্বাস করিনা। আমি ধর্মকে মানুষের কল্যানে ব্যবহার হতে দেখতে চাই। ধর্ম যার যার ব্যক্তিগত ব্যাপার। কে মসজিদে যাবে, গির্জায় যাবে, না মন্দিরে যাবে এটা যার যার ব্যক্তি স্বাধীনতা।
আমি যেটার বিরুদ্ধে সেটা হচ্ছে, ধর্মীয় মৌলবাদ, সন্ত্রাসবাদ ও ধর্মের নামে অপরাজনীতি। ভারতের শিবসেনা উগ্রতা করলেও আমি সেটার বিরুদ্ধে বলবো, বাংলাদেশের হেফাজত/জামাত উগ্রতা করলেও আমি এর বিরুদ্ধে বলবো। ভাস্কর্য আর ঈমান নিয়ে আমি আরেকটা লেখা লিখছি, সেটা পোস্ট করবো একটু পর।
সুফিয়া খান