ঋগ্বেদের মন্ত্রের মাধ্যমে সরস্বতীর(ঈশ্বরের গুণবাচক নামের গুণের) প্রার্থনা তথা বন্ধনা!

Uncategorized

সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা! 💖🥰💖
ঋগ্বেদের মন্ত্রের মাধ্যমে সরস্বতীর(ঈশ্বরের গুণবাচক নামের গুণের) প্রার্থনা তথা বন্ধনা! এই মন্ত্রের ঋষিঃ-মধুচ্ছন্দাঃ। মন্ত্রের দেবতা অর্থাৎ বিষয় হল সরস্বতী। মন্ত্রটির ছন্দঃ-গায়ত্রী এবং মন্ত্রের স্বরঃ-ষড়জঃ। মন্ত্রটি হল-

“ও৩ম্ পবকা নঃ সরস্বতী বাজেভির্বাজিনীবতী।
যজ্ঞং বষ্টু ধিয়া বসু।।” #ঋগ্বেদ ১/৩/১০.

#ভাবার্থ- হে বাক পতে, সর্ববিদ্যাময়! আপনার কৃপায় আমরা যেন সর্বশাস্ত্র বিজ্ঞানময়ী বাণী লাভ করি এবং আপনার অনুগ্রহে আমরা যেন উৎকৃষ্ট অন্নদির সহিত সর্বোত্তম কর্ম, বিজ্ঞান সম্মত পবিত্র স্বরূপ এবং পবিত্রকারী সত্য ভাষণপূর্ণ মঙ্গলকারক বাণী লাভ করিতে পারি। সর্বোত্তম বুদ্ধি যুক্ত নিধিস্বরূপ বাণী এবং সর্বশাস্ত্রবোধক পূজনীয়তম আপনার বিজ্ঞান আমরা কামনা করি। আমাদের সর্বপ্রকার মূর্খতা বিনষ্ট হউক, আমাদের হৃদয় যেন মহা পাণ্ডিত্যে পূর্ণ হয়।

ও৩ম্ শান্তি শান্তি শান্তি 🙏

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *