একজন লাফাঙ্গা ও বিশিষ্ট চেতনা ব্যাবসায়ী গাফফার চৌধুরীর গল্প

Uncategorized
একজন লাফাঙ্গা ও বিশিষ্ট চেতনা ব্যাবসায়ী গাফফার চৌধুরীর গল্প, , , ,
_________________________________________________   
বঙ্গবন্ধুর ফোনে একবার একটা কাজে ৩২নং বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম বেগম মুজিব ও শেখ কামাল জুতা দিয়ে আবদুল গাফফার চৌধুরী
কে বেধড়ক পেটাচ্ছেন। পেছনে মুজিব দাঁড়িয়ে আছেন। জানতে চাইলাম, শেখ কামাল তাকে এতো পেটাচ্ছেন কেন? সে তো মারা যাবে। তখন বঙ্গবন্ধু আমাকে বললেন, বদমাশটা রেহানাকে একা পেয়ে জড়িয়ে ধরে চুমু দিতে চেয়েছে। পরে দেখলাম আবদুল গাফফার বঙ্গবন্ধু ও বেগম মুজিবের পা ধরে পড়ে আছে । পরে আমি সুপারিশ করলে বঙ্গবন্ধু তাকে নিয়ে চলে যেতে বলে । । সে দিন সে মদপ্য ছিল বলে বঙ্গবন্ধু তাকে ক্ষমা করে ।তার কিছুদিন পর গাফফার লন্ডন চলে যান । বঙ্গবন্ধুর জীবদ্বশায় আর দেশে ফেরে নি ।
এম এ আক্তার মুকুল।” প্রথম সরকারের ইতিকথা” পৃষ্টা ১১৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *