একটি শিক্ষণীয় গল্প:–

Uncategorized
একটি শিক্ষণীয় গল্প:–
গাঁয়ের এক যুবতী রমনী একটু দুরের এক কূয়া থেকে জল তুলছিল । পাশ দিয়ে এক বুড়ো হেঁটে যাচ্ছিল । যুবতীকে দেখে তার মনে হল, এই নারী জাতির মাঝে এমন কী শক্তি ও কৌশল ও ছলনা রয়েছে, যা দিয়ে তারা রাজাকে – ফকির, বীরকে ভীরু , পাথরকে – মোম, বুড়োকে যুবক বানিয়ে ইচ্ছেমত খেলাতে পারে । তখন বুড়ো এসে তার মনের কথাগুলো ঐ যুবতীকে বললো । বুড়োর কথা শুনে যুবতী তার শাড়ির অধিকাংশ খুলে ফেলল । চুল গুলো এলোমেলো করে, আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার জুড়ে দিল । বুড়ো তখন মেয়েটিকে বললো, মা আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইলাম, আর তুমি কিনা আমার সাথে ছলনা করে, আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে । তিনি কেঁদে ফেললেন এবং বললেন এটাই কি তোমাদের আসল রূপ । ঐদিকে লোকেরা লাঠি নিয়ে ছুটে আসতে দেখল, তখন সে কূয়া থেকে এক বালতি জল তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিলো এবং বুড়োর কাপড় ও কিছুটা ভিজিয়ে দিল ও জোরে জোরে হাপাতে লাগলো । লোকেরা এসে জিজ্ঞেস করলো মা তোমার কি হয়েছে? মেয়েটি বললো আমি কূয়াতে পড়ে গিয়ে চিৎকার করছিলাম তখন বুড়ো আমাকে কষ্ট করে কূয়া থেকে উঠিয়েছেন । তা না হলে আমি তো আজ মারাই যেতাম । তখন লোকেরা বুড়ো কে বাড়ি নিয়ে অনেক খাতির করলো । যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি এসে বললো, ” বাবা ” আপনার প্রশ্নের উত্তর কী পেয়েছেন ???
( ইচ্ছে করলে ধংস এবং সৃষ্টি ,, দুটোই নারীর ইচ্ছাশক্তি খেলা )  
কৃতজ্ঞতা – সত্যজিত দা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *