এক গর্ভবতী মহিলাকে তার পরিবারের লোকজন ইচ্ছাকৃতভাবে খারাপভাবে গর্ভপাত করিয়েছে , কিন্তু রোগির রক্তক্ষরণ হয়েছে অনেক। সকাল থেকে শুরু করে রাত ৯ টা অবধি রক্তক্ষরণে রোগি একেবারে সাদা হয়ে গেছে। রাত ৯ টায় রোগিকে হাসপাতালে এনেছে। রোগির অবস্থা খুব খারাপ, অপারেশন থিয়েটারে নিয়ে অপারেশনের মাধ্যমে রক্তক্ষরণ বন্ধ করতে হবে। রক্ত লাগবে কয়েক ব্যাগ। রক্তের কথা বলার পর দেখি রোগির আত্মীয়স্বজন হারায়ে গেছে, স্বামী একা দাঁড়িয়ে আছে। রক্ত জোগাড় করতে বললাম, সে বললো কোনভাবেই সম্ভব না। অনেক ঝাড়ি দিয়েও কাজ হল না।
কি ভাবছেন? রক্তের অভাবে রোগি মরে গেছে? অপারেশন করা হয় নি?
অপারেশন হয়েছে, রোগিও সুস্থ হয়ে বাড়ি গেছে।
রক্ত কই পেলাম?
রোগির স্বামীকে হাসপাতালের পিছনে মেডিকেল হোস্টেলে পাঠিয়েছিলাম, ৩ জন মেডিকেল স্টুডেন্ট রক্ত দান করেছিল আর রোগির আত্মীয়রা রক্ত দেয়ার ভয়ে পালিয়েছিল।
বড়ই বিচিত্র এই দুনিয়া।
অথচ এরাও এসে ডাক্তারদেরকে সভ্যতা ও মানবতার বাণী শুনিয়ে যাবে।
-Dr.Tarafdar Jewel