এবার Qutub minar নিয়ে লড়াই! ২৭টি মন্দির ভেঙে মসজিদ হয়েছে, মামলা গড়াল আদালতে।

Uncategorized

এবার Qutub minar নিয়ে লড়াই! ২৭টি মন্দির ভেঙে মসজিদ হয়েছে, মামলা গড়াল আদালতে।

আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া-র সংক্ষিপ্ত ইতিহাসেও মন্দির ভেঙে মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে।🤔🤔
***************০*************০***********-

এবার কুতুব মিনার নিয়ে লড়াই। মামলা গড়াল আদালত পর্যন্ত। তিনজন ব্যক্তি দাবি করেছেন, কুতুব মিনার কমপ্লেক্স-এ ২৭টি জৈন ও হিন্দু মন্দির ছিল। সেগুলি ভেঙে মসজিদ গড়া হয়েছে।

ওই তিন ব্যক্তি পিটিশনার হিসাবে জৈন তীর্থঙ্কর ঋষভদেব ও ভগবান বিষ্ণুকেও পিটিশনার হিসাবে দাবি করেছেন। দিল্লির সাকেত কোর্ট-এর বিচারপতি এই ব্যাপারে যাবতীয় তথ্য চেয়েছেন। মামলার শুনানি হবে ৬ মার্চ।

দাবি করা হয়েছে, কুতুব মিনার কমপ্লেক্সে মন্দিরগুলি পুরোপুরি ভাঙা হয়নি। সেই সব মন্দিরের দেওয়াল কাজে লাগিয়ে মসজিদ তৈরি হয়েছে। তাই এখনও কলপ্লেক্স-এর বিভিন্ন জায়গায় গণেশ, বিষ্ণু, দ্বারপাল, পার্শনাথ, মহাবীর, নটরাজের ছবি রয়েছে। এমনকী, মঙ্গলকলশ, গদা, ঘণ্টা, পদ্মের ছবিও দেখা যায়।

মন্দির পুনর্নির্মান ও সেখানে নিয়মিত পুজোর অনুমতি চেয়ে মামলা করা হয়েছে। উল্লেখ্য, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া-র সংক্ষিপ্ত ইতিহাসেও মন্দির ভেঙে মসজিদ নির্মাণের উল্লেখ রয়েছে।

কমপ্লেক্স-এর করিডর পুরোপুরি বৈদিক স্টাইলে তৈরি। প্রায় প্রতিটি স্তম্ভে হিন্দু সংস্কৃতির সঙ্গে সম্পর্কযুক্ত একাধিক ছবির গ্যালারি রয়েছে বলে দাবি করেছেন তিনজন মামলাকারী।

মোঘল শাসক কুতুবুদ্দিন আইবকের সময় অনেক চেষ্টা করেও হিন্দু ও জৈন মন্দিরগুলি সম্পূর্ণ ধ্বংস করা সম্ভব হয়নি। তাই ধ্বংসাবেশষ ব্যবহার করেই মসজিদ তৈরি হয়েছে বলে দাবি করা হয়েছে ওই মামলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *