স্বামী স্ত্রীকে মেরেছে। আবার তাকে নিয়েই সাথে সাথে হাসপাতালে এসেছে। অটো চালায় লোকটা। লজ্জায়
ডাক্তারের সামনে আসতে পারবেনা বলে বাহিরে অপেক্ষা করছিল। খরচ যত টাকা লাগবে সব দিতে রাজি ছিল।
আরেকটি রুগী এল… রাগ করে স্ত্রী বটি দিয়ে স্বামীকে আঘাত করেছে। হাসপাতালে আসার পর দেখলাম ছোট্ট আঘাত, কিন্তু মহিলাটি কাঁদতে কাঁদতে অস্থির।
স্বামী রাগ করবে কি, উল্টো স্ত্রীকেই বুঝাচ্ছিল তেমন কিছু হয়নি।
আসলে বাংলাদেশের নারী ও পুরুষ হল বিশ্বের মধ্যে ইউনিক ও ব্যতিক্রম। এটা সেই দেশ যে দেশের ইয়াং ছেলেরা এখনো চেনা-জানা মুরব্বি দেখলে সিগারেট লুকিয়ে ফেলে।
এটা সেই দেশ যেখানে নয়টা না বাজতেই বন্ধুদের আড্ডা শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চায় বাবা-মা বকা দিবে বলে।
এটা সেই দেশ, যেখানে একজন পুরুষ অর্থ আয় করে শুধুমাত্র তার মা-বাবা কিংবা স্ত্রী-সন্তানের ভরন পোষণের জন্য।
এটা সেই দেশ, যে দেশের পুরুষেরা জীবন-যৌবন বাদ দিয়ে সন্তান ও পরিবারের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বিদেশে গিয়ে হাড়-ভাঙা পরিশ্রম করে।
এটা সেই দেশ যে দেশেরনারীরা ছোটবেলা থেকেই ঠিক
করে রাখে তার বিয়ের অনুষ্ঠান কেমন হবে, বিয়েতে কিভাবে সে সাজবে…
এটা সেই দেশ যে দেশের মেয়েরা একজন জীবন সঙ্গিকেই নিয়ে তার বাকি জীবন কল্পনা করে।
এটা সেই দেশ যে দেশের মায়েরা খাবার কম পড়লে বলে আমার ক্ষুধা নেই, তোরা খা।
এটা সেই দেশ যে দেশের মেয়েরা একসাথে রান্নাঘর
থেকে কর্মস্থল- সব কিছুই ম্যানেজ করে চলতে পারে।
এটা এমন একটা দেশ যেখানে এখনো রক্তের বন্ধন ছাড়াই অপরিচিতদের ভাই, আপা, চাচা-চাচি বলে সম্বোধন করা হয়। স্বামী-স্ত্রী দুপুরে ঝগড়া করে, স্বামীকেই আবার রাতের
বেলা গরম ভাত রান্না করে স্ত্রী খাওয়ায় কিংবা স্ত্রীর জ্বর আসলে আবার তারই জন্য স্বামী সারারাত জেগে থাকে।
এরই নাম বাংলাদেশ… আমরা সেদেশেরই নাগরিক।
Feeling proud to be a Bangladeshi…