বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আর এক ধাপ ২১ জুন হয়ে গেছে, পিরোজপুর -১ অাসনে বাংলাদেশের সবচেয়ে বেশী হিন্দু, এখানে ৭০ % হিন্দু, ৩ টি উপজেলা, পিরোজপুর সদর, নাজিরপুর আর স্বরুপকাঠী। স্বরুপকাঠী উপজেলায় ৮ টি ইউনিয়নের মধ্যে ৫ টিতে হিন্দু চেয়ারম্যান ছিল। ২১ জুন নির্বাচনের পর ৫ টি হিন্দু চেয়ারম্যানের মধ্যে ১ জনও নির্বাচিত হয়নি অথচ প্রতিটা ইউনিয়নে ৮০% এর উপরে হিন্দু ভোট অাছ। কারন বর্তমান এম পি শ,ম, রেজাউল করিম ও তার বাবা রাজাকার হিন্দু বিদ্বেষী। সে এলাকা হিন্দু শুন্য করছে। নির্বাচনের পর অনেকে জীবন বাঁচানোর জন্য নিরুদ্দেশে পাড়ি জমিয়েছে! এলাকা ধীরে ধীরে হিন্দু শুন্য হয়ে যাচ্ছে। বাবু শুধাংশু শেখর হালদার যখন এই সিট থেকে এম পি ইলেকশন করেন তখন এই সিটে ৯০% হিন্দু অথচ ২ বারের এক বারও পাশ করতে পারেননি।প্রশাসন কন্ট্রোল করে ৫ টি ইউনিয়ন হিন্দু চেয়ারম্যানকে ফেল
করিয়ে দিয়েছে, এই হিন্দু চেয়ারম্যানরা এলাকার শক্তি, এরা এলাকা ছেড়ে চলে গেলে হিম্দুরাও এলাকা ছাড়বে। এবার নাজিরপুর উপজেলায় ৪ টি ইউনিয়নে ভোট হয়েছে সেখানে ২ জন চেয়ারম্যান হিন্দু ছিল ১ জনও হতে পারেনি, এম পি রেজাউল প্রশাসন কন্ট্রোল করে মুসলমানদের পাশ করে নিয়েছে।বাংলাদেশে এম পিরা প্রসশন কন্ট্রোল করে।