এ কেমন চোর! অদ্ভুত তো! চুরি প্রফেশন হিসেবে নিয়েছে কিন্তু কি করেছে সে দেখুন।
২০১২ সালে অ্যামেরিকার Oak Hill Community তে বসবাসরত এক দম্পতির বাসায় একটি চোর ধরা পড়ে। স্ত্রীর উদ্দেশ্যে স্বামী একটি কৌতুক বলছিলেন আর তখন ই উপরের থেকে হাসির একটি শব্দ আসতে থাকার পর তারা প্রথমে বুঝতে পারেননি। পরে উপরে যেয়ে দেখেন একজন চুরি করতে এসে সেই কৌতুক শুনে হেসে ফেলেছে। ব্যস চোরের দফারফা।
কি দরকার ছিল হাসির? চুরি করতে এসেছিস তাই কর, পাগলা সবখানে হাসতে নেই। 😃😃😆😊😊