🧿 ডেল্টা সংক্রমনে শুষ্ক কাশি হয়, যা ওমিক্রনে হয়না৷ বরং ওমিক্রনে গলা ব্যাথা হবে। আক্রান্তের মনে হবে গলার ভেতরটা যেন ছিঁড়ে যাচ্ছে।
🧿 ডেল্টাতে ঘ্রানশক্তি ও স্বাদ কমে যায়, ওমিক্রনে যা হয়না। বরং ওমিক্রনে প্রচন্ড শরীর ব্যথা হয়, বিশেষ করে কোমর থেকে শরীরের নীচের অংশে।
🧿ওমিক্রনে রোগীর নাক বন্ধ থাকে, যা ডেল্টাতে থাকেনা
🧿ওমিক্রনে উচ্চমাত্রায় জ্বর থাকে, আর ডেল্টাতে গায়ে গায়ে জ্বর( থার্মোমিটারে ৯৯ থেকে ১০০)
তাহলে ওমিক্রনকে নিয়ে এত চিন্তা কেন?
ওমিক্রন, ডেল্টার চেয়ে ৫-৬ গুন বেশি সংক্রামক এবং শক্তিশালী!