ওয়ারেন বাফেট-এর সফলতার অসাধারণ বাণী

Blog অনুপ্রেরণা উক্তি সচেতনতা

ওয়ারেন বাফেট ১৯৩০ সালের ৩০ আগস্ট আমেরিকার নেব্রাস্কার ওমাহাতে জন্মগ্রহণ করেন।
ওয়ারেন বাফেটের নাম জানেন না, এমন শিক্ষিত লোক খুঁজে পাওয়া কঠিন। আধুনিক বিশ্বের ইতিহাসে সবচেয়ে ধনী ও সফল ব্যক্তিদের একজন  তিনি।

অনুপ্রেরণার আধার এই মানুষটার জীবন অভিজ্ঞতার পারদ দিয়ে গড়া। ওয়ারেন বাফেটের জীবনী থেকে যেমন অনেক কিছু শেখার আছে; তেমনি তার লেখা এবং বিভিন্ন সময়ে বলা উক্তি থেকেও শিক্ষা নিয়ে অনুপ্রাণিত হচ্ছে পৃথিবীর কোটি প্রাণ।

তাই, আজ আপনার জন্য নিয়ে এসেছি ওয়ারেন বাফেট এর ২০ টি অনুপ্রেরণামূলক উক্তি:

০১. “সবচেয়ে বড় ঝুঁকি হলো, তুমি কি করছ সেটা না জানা”

০২. “ব্যবসার ক্ষেত্রে ভবিষ্য‌ৎ পরিকল্পনার আগে পেছনের ভুল থেকে শিক্ষা নেয়া বেশি জরুরী”

০৩. “আমি সবসময়েই জানতাম, আমি একদিন ধনী হব।  জীবনে এক মিনিটের জন্যও এ বিষয়ে সন্দেহ করিনি”

০৪. “সততা একটি মহা মূল্যবান গুণ।  সস্তা লোকদের কাছ থেকে এটা কখনওই আশা করো না”

০৫. “যদি তুমি পৃথিবীর ১% ভাগ্যবানের একজন হও, তবে বাকি ৯৯% এর উন্নতির কথা ভাবা তোমার দায়িত্ব”

০৬. “বেশিরভাগ মানুষের স্বভাব হলো, সহজ জিনিসকে জটিল করে ফেলা”

০৭. “সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতা অসাধারণ”

০৮. তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে; আর যতক্ষণ তুমি ‘না’ বলা না শিখছ, ততক্ষণ এটা সম্ভব নয়।  অন্য কাউকে তোমার জীবনের পথ ঠিক করতে দিও না”

০৯. “ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে”

১০. “আমাকে তোমার আদর্শ ব্যক্তির নাম বল, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব”

১১. “যদি কোনওকিছু ১০ বছর ধরে করার ইচ্ছে না থাকে, তবে সেটা ১০ মিনিট করাও বোকামী”

১২. “মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে, সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ”

১৩. “যদি এমন কোনও পথ বের করতে না পার, যা তোমার ঘুমের সময়েও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে”

১৪. “আজ কেউ ছায়ায় বসে আছে, কারণ বহু আগে সেখানে কেউ একটা গাছ লাগিয়েছিল”

১৫. “সাফল্যের সূত্র ০১: ‘কখনও টাকা নষ্ট করো না’, সূত্র ০২: কখনওই সূত্র ০১ ভুলো না”

১৬. “আমি ১১ বছর বয়সে প্রথম বিনিয়োগ করি, তার আগ পর্যন্ত আমি শুধু সময় নষ্ট করেছি”

১৭. “যদি তুমি বিরামহীন ভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তবে শিঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রী করা শুরু করতে হবে”

১৮. “খরচের পরে যা বাকি থাকে- তা জমানোর বদলে, জমানোর পরে যা বাকি থাকে – তা খরচ কর”

১৯. “তোমার আগ্রহ না থাকলে শক্তি থাকবে না। শক্তি না থাকলে তোমার কিছুই থাকবে না”

২০. “কর্মীদের এমন ভাবে চালিত কর, যেন তোমার সাফল্যের ওপরই তাদের ভালো থাকা-খারাপ থাকা নির্ভর করে”

আশাকরি ওয়ানের বাফেট এর এই উক্তি ও বানী সমূহ আপনার ভালো লেগেছে। অবশ্যই এই বাণীগুলো আপনাকে অনুপ্রাণিত হতে সাহায্য করবে।

তথ্যসূত্র:

উইকিপিডিয়া

ওয়ারেন বাফেট ম্যানেজমেন্ট সিক্রেটস

1 thought on “ওয়ারেন বাফেট-এর সফলতার অসাধারণ বাণী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *