ক‌বিতার আদ‌র‌ে — সাগর মন

কবিতা সাহিত্য

ক‌বিতার আদ‌র‌ে
সাগর মন
সময় এক‌টি  বার জিত‌বে  ব‌লে বারে বরে হে‌রে যায়
পরাজ‌য়ের মা‌ঝেও এক  সু‌মিষ্ট স্পন্দন যা সম‌য়ে‌কে ডে‌কে নেয়!
তোমার কা‌ছে ভালবাসা চাই‌নি কখ‌নো সে তোমার অজানা নয়
‌কি চে‌য়ে‌ছি সেটাই হয়‌তো অজানা,আর জানা  হ‌লেও বা কি!
তু‌মি তো  দূ‌রেও দু‌রে থে‌কে  আমার সব আশা ভরসা কে  দগ্ধ ক‌রে যাও
‌তোমার অ‌বিশ্বা‌সে  বিশ্বাস মেলা‌তে নিশ্বা‌সে আমার নি‌কো‌টিন
জান‌ি তবুও তো আস‌বে না সেই দিন, তু‌মি আমা‌কে এতটুকু  বুঝ‌বে!
খুঁজ‌বে না  ভে‌বেও কেন জা‌নি মত্ততা বে‌ড়ে যায় ।
বাতুল হৃদয় আস্ফাল‌নে চিবুক  ছি‌ড়ে ফেল‌তে চায়!

না কোন দিন আমা‌কে নি‌য়ে  তু‌মি ভে‌বোনা
আমাকে আমার ছন্নছাড়া‌ জীব‌নে ছে‌ড়ে দাও
আ‌মি যে  তোমার বিপরী‌তে  ক‌বিতার আদর পে‌তে শি‌খে‌ছি
সেই  আদর থে‌কে  আমা‌কে ব‌ঞ্চিত ক‌রোনা!
রা‌তের চাদ‌রে ক‌বিতার আদ‌র…. স্ব‌প্নে স্ব‌প্নের দেখা!
বেঁচে থাকার জন্য আর কি চাই ব‌লো?

এটাও বু‌ঝি  আমার অপরাধ?
য‌দি হয়  ত‌বে সাজা দিও যত পা‌রো …তবুও–
‌তোমা‌কে নি‌য়ে ভাবার অ‌ধিকার থে‌কে ব‌ঞ্চিত  ক‌রো না !
আ‌মি তো বেঁচে ছিলাম তোমায় নি‌য়ে লেখা  ক‌বিতার ঘ্রা‌ণে!
তু‌মি‌ ছি‌লে  আমার ক‌বিতার চোখ আমার আঁধার ঘ‌রে  শ‌ব্দের সুখ।
তু‌মি‌তো মি‌শে ছি‌লে আমার প্রতি‌টি ধম‌নীর রন্ধ্র‌ে  খুব গোপ‌নে।
হেয়‌তো কেউ তা  জা‌নে -‌

তু‌মি  জা‌নোনা  কিন্তু‌ …কেউ তা  জা‌নতো
‌মিথ্যার সু‌খে সে আমা‌কে  তার জীবন ব‌লে মা‌নতো!!
হয়‌তো তার ক্ষণিকের ভাললাগা ক‌বিতার চো‌খ,
তার চো‌খে ‌যে আজ  নতুন  ক‌বিতার জন্ম হয়।
অ‌তি‌থি পা‌খির মত উ‌ড়ে এ‌সে আমা‌কে উপহার হিসা‌বে নিল শে‌ষে।
‌কিন্তু নি‌জে‌কে সে লু‌কি‌য়ে রে‌খে যোগফ‌লে দিল শূন্যতা!
সুর্যাস্ত‌ের কাল বেলা দিল  স্মর‌ণে ,দ্বিতীয় স্ব‌প্নের আ‌দি‌খ্যেতা ।

আ‌মি আজ তার  ভেতর হেঁটে  ফি‌রে ক‌বিতার আদর পাই ।
‌বির‌হী শব্দের জাল বু‌নে যাই, লক্ষচ্যুত হওয়ার অ‌পেক্ষায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *