কলকাতার ফুটপাতের নাপিত
===================
গতবার যখন কলকাতায় গিয়েছিলাম নিউমার্কেটের রাস্তার ধারে ফুটপাতে নাপিত দেখতে পেলাম !
বাংলাদেশে সেলুনে নাপিত দেখেছি কিন্তু ফুটপাতে কখনোই নাপিত দেখিনি !
নাপিতকে বাংলায় নরসুন্দর বললেও সিংহভাগ বাঙালি সেই শব্দ ব্যবহার করেনা ! ইংরেজিতে “বার্বার ” প্রায়ই সবাই বললেও উঁচু মহলের লোকেরা ” হেয়ার ড্রেসার ” বলে থাকে !
আগেকার দিনে নাপিতদেরকে কাজের বিনিময়ে সাধারণত দ্রব্যসামগ্রী দেওয়া হতো। এই বিনিময় প্রথার নাম ছিল যজমানি ব্যবস্থা। গ্রামের লোকজন সারা বছরের সেবার বিনিময়ে নাপিতদের ফসলের মৌসুমে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য দিত। চালাকিপনা, রসিকতা, আড্ডাবাজি ও গল্প বলায় নাপিতদের বিশেষ দক্ষতা ছিল। এক পরিবার থেকে আরেক পরিবারে এবং এক গ্রাম থেকে আরেক গ্রামে তথ্য আদানপ্রদান হতো নাপিতদের মাধ্যমে।
কেউ কেউ মনে করেন, নাপিত এসেছে ক্ষত্রিয় পিতা এবং শূদ্র মাতার পরিবার থেকে। অনেকের ধারণা নাপিতের উৎপত্তি দেবতা শিব থেকে, যিনি তাঁর স্ত্রীর নখ কেটেছিলেন। নাপিতরা কতিপয় অনুসস্প্রদায়ে বিভক্ত, যথা আনারপুরিয়া, বামানবেন, বরেন্দ্র, রাঢ়ী, মাহমুদাবাজ, সপ্তগ্রাম, সাতঘরিয়া, খোট্টা ইত্যাদি। নাপিত নিম্ন সস্প্রদায়ের হলেও অস্পৃশ্য নয়। এমনকি ব্রাহ্মণরাও নাপিতের হাতে পানি পান করে। অধিকাংশ নাপিতই বৈষ্ণব। ধর্মীয় কাজে তারা ব্রাহ্মণদের ও পুরোহিত হিসেবে নিযুক্ত করে থাকে। তাদের মৃতদেহ আগুনে পোড়ানো হয়। মৃত্যুর একত্রিশ দিন পর শাস্ত্রমতে তাদের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয়। খাবারদাবার পরিবেশনে তারা হিন্দুশাস্ত্র মেনে চলে। বৈষ্ণব নাপিত মাংস খায় না, কিন্তু মাছ খায়।
নাপিত প্রথা হিন্দুধর্ম থাকে এলেও ইসলাম ধর্মেও প্রচুর মুসলমান নাপিত আছে !
ইসলাম নাপিতের উপার্জন হারাম করেছে
কারন ইসলামে দাড়ি চাঁছা হারাম। দাড়ি চাছলে ৭ টি কবীরা গুণাহ একইসাথে সংঘঠিত হয়!!
আর তা চেঁছে দিয়ে পয়সা নেওয়াও হারাম।
মহান আল্লাহ বলেছেন, “সৎ কাজ ও আত্ন সংযমে তোমরা পরস্পর সহযোগিতা কর এবং পাপ ও সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সাহায্য করো না। আর আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ শাস্তিদানে অতি কঠোর।
কিন্তু কলকাতার নিউমার্কেটের ফুটপাতে নরসুন্দরকে দেখে মনে অনেক কৌতহল হলো ! একটু হারাম কাজ করে দেখি , হারাম জিনিসটার কোন স্বাদ গন্ধ আছে নাকি ?
তাই পাথরের উপর বসে হারাম কাজটা আরামের সাথে চেঁছে ফেললাম !
জীবনের প্রথম ফুটপাতের বসে নরসুন্দরের কাছে দাঁড়ি চাঁছা !
সেটা আমার কাছে কোন হারাম মনে হয়নি , ছিল একপ্রকার আরাম ! হ
শুভ সকাল …….