কাওয়ালি আয়োজকদের দলে উগ্র ধর্মবাদি দলের সমর্থক লুকিয়ে আছে, যারা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চায় না।’

Uncategorized
ছাত্রলীগ নেতা সাদ্দাম বলছেন, ‘কাওয়ালি আয়োজকদের দলে উগ্র ধর্মবাদি দলের সমর্থক লুকিয়ে আছে, যারা ধর্মনিরপেক্ষ বাংলাদেশ চায় না।’
অথচ ২০১৮ সালের ২৫ নভেম্বর দৈনিক প্রথম আলোয় প্রকাশিত একটা প্রতিবেদন থেকে জানা যায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের অনুগ্রহে আছে নিবন্ধিত এবং অনিবন্ধিত ২৯টি ইসলামিক দল। এর বাইরে থাকা একমাত্র রিলেজিয়াস গ্রুপ হেফাজতে ইসলামের সাথে দহরম মহরম আছে একমাত্র শেখ হাসিনারই।

অর্থাৎ গনতান্ত্রিকভাবে চিন্তা করলে বিএনপির চাইতে আওয়ামীলীগের সাথে ধর্মবাদি দলগুলো বেশি আছে। অর্থাৎ প্রকারন্তে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হবার পথে বড় বাধা হচ্ছে আওয়ামীলীগ স্বয়ং নিজেই।
ধর্মভিত্তিকদলগুলো বাংলাদেশে সবসময়ই শাসকের মলমূত্র এবং উচ্ছিষ্টভোগী। সেটা জিয়া, এরশাদ, খালেদা রেজিম দেখলেই বোঝা যায়। কিন্তু এই ধর্মবাদী উচ্ছিষ্টভোগীদের সাথে পিরিতির দৌড়ে গত বারো বছরে শেখ হাসিনার সাফল্য অতীতের সবার সাফল্যকে অতিক্রম করে গেছে।
ফলে ডিয়ার সাদ্দাম আপনি জেনে রাখেন, বাংলাদেশে কোন দলের ভেতরে যদি উগ্র ধর্মবাদি দলের সমর্থক লুকিয়ে থেকে থাকে সেটা আওয়ামী লীগ, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগ।
প্রকাশ্যে নাস্তিক হত্যার বৈধতা দেয়া দলের কাছ থেকে ‘জননী’ উপাধি নেয়া নেত্রীর মুখে ধর্মনিরপেক্ষতার বুলি মানায় না।
– আরিফ রহমান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *