কাকতাড়ুয়া মূর্তি কি-না? এ নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে সংঘর্ষ!

Uncategorized

কাকতাড়ুয়া মূর্তি কি-না? এ নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে সংঘর্ষ!

লিখেছে: জারিন তাসনিম।

কাকতাড়ুয়া’ জিনিসটা মূর্তির অন্তর্ভুক্ত কিনা, এই নিয়ে ময়মনসিংহের গফরগাঁও এলাকায় সংঘর্ষে দুইজন গুরুতরভাবে নিহত ও পাঁচজন গুরুতরভাবে আহত হয়েছে৷ ঘটনার সূত্রপাত গতকাল সকাল সাড়ে এগারোটার দিকে৷ সে সময় রহিম শেখ নামে এক দরিদ্র কৃষকের ধানের ক্ষেত জ্বালিয়ে দিয়েছেন একই গ্রামের আব্দুল হেলাল।

জানা গেছে, রাস্তা দিয়ে হাঁটার সময় রহিম শেখের ক্ষেতের দিকে চোখ পড়ে আব্দুল হেলালের। বিশাল ক্ষেতে দুটো কাকতাড়ুয়া দেখে নিজেকে আর সংযত করতে পারেননি হেলাল।

রাগান্বিত স্বরে তিনি বলেন, ‘এইগুলান মূর্তির চোডো বাই (ছোটো ভাই)। এইগুলা ব্যবহার এই গেরামে আর চলবো না৷ কোনো মূর্তি, সেমি-মূর্তি থাকলেই অবস্থা খারাপ কইরা দিমু। জ্বালাইয়া পোড়াইয়া ছাড় খাড় কইরা দিমু।’

এ সময় ‘হারাম হারাম’ বলে রবধ্বনি শুনতে পেয়েছেন বলে জানান পাশের গ্রামের কিছু বাসিন্দা।

এদিকে এই ঘটনার আকস্মিকতায় ক্ষেপে দিয়ে পাল্টা আক্রমণ করেন জমির মালিক আব্দুল হেলাল৷ অনেকেই তাকে মাথা ঠান্ডা করে থানায় কেস করতে বললেও তিনি তা পাত্তা দেননি৷ এক পর্যায়ে ক্রোধের বশবর্তী হয়ে হেলাল রহিমের পেটে ছুরি চালিয়ে দেন৷ এ সময় তিনি বলেন, ‘এতদিন তোর ধানক্ষেতেও যে আছিলো ওই মূর্তি, ওই চালই তো খাইছোস। ওইগুলা বাইর কর পেট থেইকা৷’

এছাড়াও গফরগাঁও এলাকায় যেসব দোকানে ম্যানিকুইন ছিল, সেসব মার্কেটেও আগুন ধরিয়ে দেয়ার ইচ্ছার কথা জানিয়েছেন কিছু ব্যক্তি। এ প্রসঙ্গে গ্রামের মুরুব্বি আজিজ মন্ডল বলেন, ‘দরকার হইলে আমরা নিজেরা সেলাই করে জামা পরুম, তাও মূর্তির গতরেরগুলা পরুম না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *