কামসূত্রের কলা!
*
কাম-কাজ করার কৌশলকে কামকলা বলে; কামকলা মোট ১৬ প্রকার; এই ১৬টি কামকলাকে একত্রে “ষোল কলা” বলা হয়।
১. অগমন ২. নবগমন ৩. অগম্যাগমন ৪. বেশ্যাগমন ৫. ষড়গমন ৬. অভয়গমন ৭. অটলগমন ৮. ঊর্ধ্বগমন ৯. পরস্ত্রীগমন ১০. দুরাগমন ১১. সমগমন ১২. স্ত্রীস্ত্রীগমন ১৩. বহুগমন ১৪. ধর্ষগমন ১৫. পশুগমন ও ১৬. স্বগমন।
১. অগমন (Non coitus)
অরজা রজস্বলা হওয়ার পূর্ব পর্যন্ত তার সাথে নিষিদ্ধ গমন এবং ঋতুমতীর রজকালীন সাড়ে তিনদিন সময়ের মধ্যে নিষিদ্ধ গমনকে অগমন বলে।
২. নবগমন (New coitus)
অরজার প্রথম রজকালের সার্থক গমনকে নবগমন বলে।
৩. অগম্যাগমন (অজাচার) (Incest)
অতি-নিকট আত্মীয়ের সঙ্গে যৌন সঙ্গম করাকে অগম্যাগমন বলে।
৪. বেশ্যাগমন (অবৈধ যৌন সংগম) (Fornication)
বিবাহিত কিম্বা অবিবাহিত পুরুষের অবিবাহিতা নারীর সঙ্গে স্বতঃপ্রবৃত্ত যৌন মিলনকে বেশ্যাগমন বলে।
৫. ষড়গমন (Hexa coitus)
প্রথম ছয় প্রহরের সতর্কতামূলক গমনকে ষড়গমন বলে।
৬. অভয়গমন (Free coitus)
রজস্বলাদের পবিত্রতার বাইশ হতে সাতাশ দিবসের মধ্যবর্তী গমনকে অভয়গমন বলে।
৭. অটলগমন (Commerce)
প্রাকৃতিকভাবে শুক্র নিয়ন্ত্রণ করে কামতৃপ্তিময় গমনকে অটলগমন বলে।
৮. ঊর্ধ্বগমন (Ascendancy)
সাঁই দর্শন লাভের আশায় ঊষা প্রহরের সার্থক গমনকে ও কাঁই দর্শন লাভের আশায় অর্যমা প্রহরের সার্থক গমনকে একত্রে ঊর্ধ্বগমন বলে।
৯. পরস্ত্রীগমন (Adultery)
আপন সাধনসঙ্গিনী ব্যতীত অন্য নারীর সাথে সঙ্গম করাকে পরস্ত্রীগমন বলে।
১০. দুরাগমন (Difficulty coitus)
কোনো নারীর গর্ভে সন্তান সৃষ্টি হওয়ার পঞ্চম মাস হতে সন্তান প্রসব হওয়া অবধি; এবং প্রসব পরবর্তী ঋতুস্রাব আগমন করার পর হতে সাড়ে তিন দিন পর্যন্ত তার সাথে সঙ্গম করাকে দুরাগমন বলে।
১১. সমগমন (সমরতি/ সমকামিতা) (Homosexuality/ Gay/ Gayer)
পুরুষ-পুরুষের পায়ুপথে সঙ্গম করাকে পুঙ্গমন বলে।
১২. স্ত্রীস্ত্রীগমন (স্ত্রী-সমকামিতা) (Lesbianism/ Sapphism)
নারী নারীর যৌনতা বিষয়ক যাবতীয় কার্যকে স্ত্রীস্ত্রীগমন বলে।
১৩. বহুগমন (Polygamy)
এক নারীর সাথে বহু পুরুষ বা এক পুরুষের সাথে বহু নারীর গমনকে বহুগমন বলে।
১৪. ধর্ষগমন (Sadism)
যৌনসঙ্গীকে যৌনপীড়ন করে যৌনসুখলাভের মানসিক বিকারকে ধর্ষগমন বলে।
১৫. পশুগমন (Bestiality/ Zoophilia, Zoophilism)
পশুর সাথে যৌন সম্ভোগ করাকে পশুগমন বলে।
১৬. স্বগমন (Onanism/ Frig/ Masterbation)
যে যৌনক্রিয়ায় একজন ব্যক্তি নিজের যৌনাঙ্গ বা অন্যান্য কামোদ্দীপক অঙ্গপ্রত্যঙ্গকে হাত বা অন্য অঙ্গপ্রত্যঙ্গ বা বস্তু দ্বারা আলোড়ন করে কামোদ্দীপ্ত হওয়া বা চরমপুলকে পৌঁছানোকে স্বগমন বলে।