ভুড়িওয়ালা যেই লোকটা টাইট টিশার্ট পরে পেট ফুলিয়ে হাঁটছে, তাকে দেখে আপনি বলতে পারেন না “প্যাটলাটা এরকম টাইট জিনিস পরছে ক্যান?”
সদ্য মা হওয়া পঁচিশ-ছাব্বিশ বছরের মেয়েটার রঙ-ঢঙ করা ছবি দেখে আপনি বলতে পারেন না “মা হয়ে গেছে, তাও রঙ-ঢঙ থামে না এদের!”
একটু চর্বিযুক্ত বাইশ-তেইশ বছর বয়সী মেয়েটার দিকে আঙ্গুল তুলে আপনি বলতে পারেন না “আন্টি একটা!”
ত্রিশ পেরুনো যেই মেয়েটা বন্ধুদের সাথে আড্ডা দিতে পছন্দ করে তাকে নিয়ে আপনি বলতে পারেন না “বুড়ি বেডির মনে রঙের শেষ নাই!”
আপনার মানসিক দৈন্যতা আপনি সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার অধিকার রাখেন না। আপনি নিজের জগতে নিজে সুখী থাকুন, আরেকজনকে তার নিজের সুখ নিজের মতো করে খুঁজে নিতে দিন।
যেই লোকটা পেট বের করে হাঁটছে সে বাসায় গেলে হয়তো তার সহধর্মিনী তাকে নিজের সুপারম্যান বলেই কাছে টেনে নেয়। সে টাইট টিশার্ট পরবে নাকি সুপারম্যানের মতো প্যান্টের উপর অন্তর্বাস পরবে সেটা নিতান্তই তার ব্যাপার আর তার পরিবারের ব্যাপার। জাজমেন্টের জন্য আপনি কে??
সদ্য মা হওয়া মেয়েটার ভেতরের চাঞ্চল্য এখনো মরে যায়নি। সে রঙ করবে নাকি ঢঙ করবে তা নিতান্তই তার ব্যাপার। তার প্রাণচাঞ্চল্যকে গলা টিপে মারার আপনি কে??
আপনি ফিগার মেইন্টেইন করে তারুন্য ধরে রাখবেন সেটা আপনার খুশি। যেই মেয়েটা ফিগারের ধার না ধেরে খাবারে সুখ খুঁজে নেয়, তাকে বডি শেইমিং করার আপনি কে??
ত্রিশ পেরুক বা চল্লিশ, যেই মানুষটা আড্ডায় তার সুখ খুঁজে পায় তার সুখে বাধ সাধার আপনি কে??
পৃথিবীতে সবাই দিনশেষে সুখটাই কিন্তু খোঁজে। যে যেখানে সুখ খুঁজে পাচ্ছে তাকে তার মতো করে সুখী হতে দিন না। কারও সুখে বাধ সাধার বা তার নামে ঘৃনা ছড়ানোর আগে ভাবুন, আপনি কে???
ধুম করে কাউকে কি করা উচিত, কি পরা উচিত এসবের জ্ঞান দিয়ে ফেলার আগে ভাবুন, আপনি কে????