কী সিনেমা দেখব?

Blog অনুপ্রেরণা বিনোদন সচেতনতা

আপনি কি সিনেমা দেখতে চাচ্ছেন? ঠিক করতে পারছেন না কোন সিনেমা দেখা উচিত? বন্ধু-বান্ধব বা কাছের মানুষদের সাজেশনস্ চাইছেন? চলুন আমিই তাহলে আপনাকে সহযোগিতা করি।
এখন তো মোটামুটি  অনেক অবসর আর হাজার ব্যস্ততা থাকলেও একজন বাঙ্গালী হিসেবে আপনার তিনটি সিনেমা না দেখে মৃত্যুবরণ করা উচিত নয়। সিনেমা তিনটি হলো:
১. পথের পাঁচালী
২. অপরাজিত
৩. অপুর সংসার
তিনটি সিনেমাকে একসাথে অপুত্রয়ী বলা হয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস “পথের পাঁচালী” ও “অপরাজিত” অবলম্বনে নির্মিত এই তিনটি ছবিই সত্যজিৎ রায় পরিচালিত। এর মধ্যে পথের পাঁচালী ১৯৫৫ সালে মুক্তিপ্রাপ্ত হয়। চলচ্চিত্রটি ভারতের পশ্চিমবঙ্গ সরকার কতৃক  প্রযোজিত।

অপুত্রয়ী চলচ্চিত্র ধারাবাহিকের প্রথম চলচ্চিত্র “পথের পাঁচালী”-র মুখ্য চরিত্র অপুর শৈশবকে কেন্দ্র করে বিংশ শতাব্দীর বিশের দশকে বাংলার একটি প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করা হয়েছে।
অপু ত্রয়ীর দ্বিতীয় শ্রেষ্ট সিনেমা হলো– অপরাজিত (১৯৫৬) এবং তৃতীয় শ্রেষ্ঠটি হচ্ছে অপুর সংসার (১৯৫৯)। “পথের পাঁচালীর” পরে অপুর জীবনের গল্প অপু ত্রয়ী চলচ্চিত্র ধারাবাহিকের পরবর্তী দুইটি চলচ্চিত্রে দেখানো হয়।

“পথের পাঁচালী” ভারতীয় চলচ্চিত্র জগতে সামাজিক বাস্তবতার উপর ভিত্তি করে সমান্তরাল চলচ্চিত্রের ধারা তৈরি করে। ভারতে নির্মিত “পথের পাঁচালী” ছিল প্রথম চলচ্চিত্র যা আন্তর্জাতিক মনযোগ টানতে সক্ষম হয়। এটি ১৯৫৫ সালে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ মানবিক দলিল পুরস্কারসহ বহু পুরস্কার লাভ করে, যার ফলে সত্যজিৎ রায় ভারতের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে একজন বলে গণ্য হয়। এছাড়াও এই চলচ্চিত্রটিকে প্রায়ই সর্বকালের সেরা চলচ্চিত্রের তালিকায় দেখা যায়।

নিঃসন্দেহে অপু ত্রয়ী অর্থাৎ পথের পাঁচালী, অপরাজিত এবং অপুর সংসার আপনার দেখা শ্রেষ্ট চলচিত্রগুলোর মধ্যে অবস্থান করে নিবে। চলচিত্রগুলো দেখার পর জীবনে নতুন এক অনুভব নিয়ে আগামীর সময়গুলো অতিবাহিত হবে। আমাদের এই সংক্ষিপ্ত একটা জীবনে সব ভালোগুলোর স্বাদ নেওয়ার আবশ্যকতা আছে কিনা আমি জানি না তবে বাংলা চলচিত্রের এই তিনটি ভালো সিনেমা দেখে আপনার অন্যতম ভালো সময় কাটবে বলে আমার বিশ্বাস আর পরিশেষে থেকে যাবে একগুচ্ছ অবিস্মরণীয় অনুভব।

তথ্যসূত্র:

উইকিপিডিয়া

আনন্দবাজার

জি ২৪ ঘণ্টা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *