গত ১৪।১১।২০২১ ইং তারিখে কুমিল্লা জেলার মেঘনা থানার অন্তর্গত রঘুনাথপুর এলেকায় দয়াল চন্দ্র দাসের হিন্দু বাড়িতে কিছু দুর্বৃত্ত লাঠিসোটা নিয়ে আক্রমণ করে – কারন হিন্দুরা পরাজিত প্রাথিকে ভোট দেয় নি তার অভিযোগ ।
আক্রমণকারীরা অত্যন্ত সন্ত্রাসী প্রকিতির । ৫ নম্বর বিবাদী মোঃ মিজান মিয়া ইউপি সদস্য প্রার্থী হিসেবে নির্বাচন করেন নির্বাচনের পূর্বে উল্লেখিত পরাজিত বিবাদীকে ভোট দেওয়ার জন্য আমাদের বাড়িতে আসিয়া কোন কি দাম কি ভয় ভীতি প্রদর্শন করে বল যে নির্বাচনে পরাজিত হওয়ার পর লোকজন হিন্দুদের জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদর্শন করে এবং ভয়-ভীতি প্রদর্শন করে । ইদানিংকালে উল্লেখিত বিবাদী গন হিন্দুদের রাস্তাঘাটে হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করিয়া মারপিট করার জন্য সুযোগ খুঁজতে থাকে এমতাবস্থায় ঘটনার দিন ইংরেজি ১৪।১১।২০২১ তারিখে অনুমান ৮।৩০ ঘটিকার সময় দুই নম্বর বিবাদী আমার ভাই এক নম্বর সাক্ষী ডাকিয়া বাড়িতে নিয়ে যায় এবং আমার ৫ নম্বর সাক্ষীকে ( জয় কৃষ্ণ দাস) নির্বাচনে ভোট দেয়নি মর্মে অজুহাত আনিয়া বিবাদী গন ১ নম্বর সাক্ষী (গৌরাঙ্গ চন্দ্র দাস) কে আক্রমণ করে এবং এলোপাতাড়ি এক নম্বর সাক্ষীর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে ।; বিবাদীগন তাহাদের হাতে থাকা কাঠের অস্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সজোরে বাড়ি মারে , বাড়ির আঘাতে তার ডান হাত মাথায় পড়ে এবং ডান হাতে পড়িয়া হাড় ভেঙ্গে যায় তাকে চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা গুরুতর।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচের পক্ষ থেকে আমি অ্যাডঃ রবীন্দ্র ঘোষ কুমিল্লা মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলি । তিনি বলেন এই বাপারে দয়াল চন্দ্র দাস থানায় ৮ জন আসামীর বিরুদ্ধে মামলা নং ০৫/১০৫ দায়ের করেন ১৪।১১।২০২১ তারিখে দণ্ডবিধি আইনের ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/১০৩ ধারায়। সকলে জামিন প্রাপ্ত ।
বাংলাদেশ মাইনরিটি ওয়াচ এহেন সন্ত্রাসী আক্রমনের তীব্র নিন্দা করেছেন। সকল দুষীদের আইনানুসারে বিচার করে শাস্তির বিধান করার দাবী জানাচ্ছে। আহত হিন্দুদের সুচিকিৎসার বাবস্তা করে ক্ষতিপূরণের দাবী জানাচ্ছে । সংখ্যালঘুদের নিরাপত্তার বাবস্তা অতীব প্রয়োজনীয় ।
On 14.11.2021, some miscreants attacked the Hindu house of Dayal Chandra Das in Raghunathpur area under Meghna police station of Comilla district with sticks – because Hindus did not vote for the defeated candidate.
The attackers are extremely terrorist in nature. Defendant No. 5 Md. Mizan Mia is elected as UP Member Candidate. Come to our house to vote for the defeated Defendant mentioned before the election. Displays. Recently, the aforesaid defendants have been looking for opportunities to harass and intimidate the Hindus in the streets by threatening and intimidating them. On the pretext that the number one witness (Joy Krishna Das) did not vote in the election, the defendant attacked the number one witness (Gouranga Chandra Das) and randomly inflicted serious injuries on various parts of the body including the head of the number one witness; Defendants hit the house with a wooden weapon in their hands, killing him, hitting his right hand on the head and breaking a bone in his right hand. He was rushed to a nearby hospital for treatment.
On behalf of Bangladesh Minority Watch, I Adv. Rabindra Ghosh, spoke to Officer-in-Charge of Comilla Meghna Police Station. He said that in this case Dayal Chandra Das filed case No. 05/105 against 6 accused in the police station on 14.11.2021 under section 143/323/325/308/103 of the Penal Code. All are granted bail.
Bangladesh Minority Watch has strongly condemned such terrorist attacks. They are demanding that all the culprits be punished according to the law. BDMW are demanding compensation for the injured Hindus. The security of minorities is essential