কেন আদিপুরুষ মুভিটা দেখবেন না?

Blog সচেতনতা

কেন আদিপুরুষ মুভিটা দেখবেন না?

 

আহারে ধর্ম শিক্ষা! আহারে মানুষ! কতটা নিচ কতটা অসভ্য! দয়া করে এই মুভি টা দেইখেন না। রামায়ণ কেই শেষ করে ফেলছে এরা।

রাজা রাম শান্ত নম্র এবং মুখে সবসময় ছোট হাশি নিয়ে থাকতেন, আদিপুরুষ তার চরিত্র টাই ঘুরায় ফেলছে!!! পুরা ছবি তে হাশি নাই, ক্রোধ আর ক্রোধ!!!

 

যাকে মা বলে ডাকি, মাথায় ঘোমটা দিয়ে চলেছেন, সেই মা সীতার…….. বলার সাহস নাই

রাবন যতই খারাপ ছিলেন না কেন! তিনি ছিলেন সুদর্শন রাজা। শিব ভক্ত। আদিপুরুষ তার রাজ পরিচয় টাই তুলে ফেলছে!!!! এক জায়গায় দেখলাম তার হাতের থেকে রুদ্রাক্স ছিঁড়ে ফেলছে!!! যে ব্যাক্তি নিজের জীবন শিব নামে দিয়ে দিছে সে নাকি রুদ্রাক্স ছিঁড়ে….!

শ্রী হনুমান ছিলেন চতুর দুষ্টু বোকা স্বভাবের। আদিপুরুষ তার সরলতা তো দূরে থাক, ডায়লগে অকথ্য ভাষা তুলে দিয়েছে। গালি টা জাস্ট দিতে বাকি!!!

 

রাবনের পুষ্পক বিমান দেখে দেবতাদের হিংসা হইতো। আর আদিপুরুষ সেটারেই গায়েব করে দিয়ে কি বসাইছে দেখেন!!!

বীভিষণের স্ত্রী তিনি ভাবতে পারেন??? দেখে মনে হচ্ছে…..থাক

 

সোনার লঙ্কা যাকে বলা হয়, সেই লঙ্কা কালো তে মাখা।।

সূর্য ডুবলে শাঁখ বাজতো যুদ্ধ বন্ধ করার জন্য! আদিপুরুষে যুদ্ধ দেখাইলো রাতে!!!

 

মাতা সীতা কে শ্রী হনুমান প্রণাম করতেন মাতৃ রূপে৷ আদিপুরুষ সালারা বোন বানায় ফেলছে। আর প্রণাম টাও আর্মি স্টাইল! বাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *