কোটালীপাড়ায় ওসির নির্দেশে মন্দিরের পূজা বন্ধ
কোটালীপাড়ায় ওসির বাধায় ইসকন মন্দিরের ধর্মীয় কার্যক্রম বন্ধ রযেছে। এ নিয়ে চরম নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে হিন্দু সম্প্রদায়ের মাঝে।
মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কোটালীপাড়ার ঘাঘরকান্দা এলাকার ইসকন মন্দিরে পূজার প্রস্তুতি চলছিল এমন সময় কোটালিপাড়ার ভারপ্রাপ্ত ওসি কামরুল ফারুক পুলিশ নিয়ে এসে মন্দিরে থাকা ভক্তদের অকথ্য ভাষায় গালিগালাজ করে মন্দির থেকে বের করে দেয়।
এই সময় কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের অধ্যক্ষ সর্বনন্দ বলার কাছ থাকা মোবাইল ছিনিয়ে নেয়। যাতে করে কোন কিছু রেকর্ড করতে না পারে।
অধ্যক্ষ সর্বনন্দ বালা বলেন, চোখের সামনে ওসি যে তান্ডব চালিয়েছ তা ভাষায় প্রকাশ করা যাবে না। ওসি আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। সন্ধ্যার প্রার্থনা বন্ধ করে দিয়েছে।
পূজার জন্য প্রসাদ তৈরি করছিল ভক্তরা ওসি ও তার সঙ্গে থাকা পুলিশ ভক্তদের বের করে দেয়। মন্দিরে কর্মরত দুইজন কর্মচারীকে ধরে নিয়ে গেছে পুলিশ। অধ্যক্ষ সর্বানন্দকে ওসি শাসিয়ে যায় যাতে তিনি না আসে।
এলাকাবাসী জানায়, ১ বছর আগে কোটালীপাড়ার চিত্তবাবু তার সম্পত্তি ইসকনের নামে দান করে।গত ১ মাস যাবৎ ইসকনের কার্যক্রম চলছে।