ধরি বৌদ্ধ ধর্মই একমাত্র সত্য ধর্ম। এবং বুদ্ধ ও ঈশ্বরই পুরো মহাবিশ্বের সৃষ্টি রক্ষা ও পালনকর্তা। তাহলে হাজার হাজার বছর ধরে পুরো পৃথিবীর মাত্র ৮ ভাগ মানুষ এই বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে আছেন, বাকী ৯২ ভাগ মানুষ এই বুদ্ধ ও ঈশ্বরকে তোয়াক্কা না করেও বৌদ্ধদের চেয়েও শৌর্যবীর্য ও প্রভাবশালী হয়ে টিকে আছেন কিভাবে? কিভাবে সৃষ্টি ও পালনকর্তা ঈশ্বরের বাইরে গিয়ে মানুষের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, বৌদ্ধধর্মে অবিশ্বাসীরা সফলতা পাচ্ছে?
বৌদ্ধরা যে আজীবন তাদের সৃষ্টিকর্তাদেরকে পূজন পালন করে আসছেন, তাহলে বিনিময়ে তারা কি পাচ্ছেন? আর পুরো পৃথিবীর ৯২ ভাগ মানুষ যে পালন পূজন করছেন না, তারাই বা কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বা কি কি থেকে বঞ্চিত হচ্ছেন?
একটা ধর্ম কতোটা সত্য, কতোটা সার্থক আর কতোটা মহান, তা আমরা কিভাবে নির্নয় করবো? ধর্মগ্রন্থের দু চারটা লাইন ঊদ্ধৃত করে কি ধর্মের প্রকৃত মহিমা প্রমানিত হয়?
ধরুন আপনি এসএসসি পরীক্ষার্থী। আপনার জন্য বাজারের কোন বইটি ভালো, তা আপনি কিভাবে বুঝবেন? বিগত বছরগুলোতে কোন বই পড়ে কে কি সাফল্য পেয়েছে, তারই বিচার বিশ্লেষণেই তো আপনি বইয়ের গুনাগুন বিচার করবেন, তাই না? না যদি বইয়ে লেখা থাকে, এই গ্রন্থই সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, আর আপনি সেটাই মেনে নেবেন?
কোন ধর্ম কতোটা সত্য, কোন ধর্ম কতোটা নৈতিক, কোন ধর্ম কতোটা মানবিক, কোন ধর্ম কতোটা মহান, তা ঐ ধর্মানুসারীদের আচার আচরণ কর্মকাণ্ড সাফল্য উন্নতি ইত্যাদির মাপকাঠিতেই বিচার্য। কেননা ধর্ম ও ধর্মগ্রন্থের যদি কোন মহিমা থাকে, তবে তা ঐ গ্রন্থের অনুসারীদের মাঝেই তা প্রকট হবে। আর যদি তা না হয়, তবে ঐ মহান গ্রন্থের মূল্য কি?