কোভিড -১৯ টিকা নিয়ে সচরাচর যেসব প্রশ্ন গ্রুপে আসে, সেগুলোর জবাব-
১. টিকা কখন দেব?
– টিকাদান কেন্দ্র খোলা থাকে সকাল সাড়ে ৮টা থেকে আড়াইটা। কোনো কোনো কেন্দ্র ৩টা পর্যন্তও খোলা থাকে বলে শুনেছি, তবে দুপুর ২টার মধ্যে যাওয়াটাই ভালো।
২. টিকাদানের তারিখে উপস্থিত হতে পারি নি, কী করব ?
– টিকাকার্ড প্রিন্ট করে কেন্দ্রে চলে যান, টিকা দেবে।
৩. এসএমএস আসে নি, কী করব?
– রেজিস্ট্রেশনের এক সপ্তাহের মধ্যে এসএমএস না পেলে সংশ্লিষ্ট টিকাকেন্দ্রে উপস্থিত হলে অধিকাংশ কেন্দ্রেই টিকা দেয়া হচ্ছে। তবে এটি কেন্দ্রের উপর নির্ভর করে, আপনার কেন্দ্রে খোঁজ নিন।
৪. আজকে রেজিস্ট্রেশন করেছি, এসএমএস আসে নি, টিকা নিতে দেবে?
– না, সাধারনত রেজিস্ট্রেশন হওয়ার পরে কয়েকদিন যেতে দিন। ধৈর্য ধরুন। এসএমএস সবাই পাবেন।
৫. কতদিন পরে এসএমএস আসবে?
-এসএমএস পাঠানো কেন্দ্রের চাপের উপর নির্ভরশীল। কখনো কয়েকমিনিটেও পাওয়া যায়, কখন ১০ দিন লাগতেও দেখেছি। ধৈর্য ধরুন, এসএমএস পাবেনই।
৬. প্রবাসী বাংলাদেশী যারা দেশে আছেন, কিন্তু এনআইডি নেই, তাঁরা কীভাবে টিকা দেবেন?
-এই বিষয়টি এখনও গণ সিদ্ধান্ত হয়েছে বলে দেখিনি। সরকার আগে বাংলাদেশী চল্লিশোর্ধ নাগরিকদের টিকাদানকে প্রায়োরিটি দিচ্ছে। সেক্ষেত্রে এনআইডিকে গুরুত্ব দেয়া হচ্ছে।
৭. রেজিস্ট্রেশন করতে পারছি না, ওয়েবসাইটে সমস্যা।
-এরকম কখনো হতে পারে। কয়েক ঘন্টা পরে আবার ট্রাই করুন।
৮. বাসায় বৃদ্ধ রোগী, বাসায় এসে কি টিকা দেবে?
-আপাতত নির্দিষ্ট কেন্দ্র ছাড়া টিকা দিচ্ছে না। বাসায় টিকা দেয়ার কোনো পদ্ধতি চালু নেই।
৯. টিকা কি খালিপেটে দিতে হয়?
-না, খাওয়া দাওয়া করে যান। ভরপেটে টিকা দিন। টিকা দেয়ার পর ৩০ মিনিট কেন্দ্রেই বিশ্রাম নিতে হয় তাই সাথে একটা পানির বোতল রাখতে পারেন।
( ×××এটি বিভিন্ন সোর্স থেকে পাওয়া আনঅফিশিয়াল তথ্য। এই পোস্টদাতা কোনো ভাবেই টিকাদান কর্মসূচির সাথে জড়িত নন বা টিকাদান কর্মসূচির কোনো অফিশিয়াল বক্তব্যও এখানে নেই। এখানে প্রদত্ত তথ্যগুলো আনঅফিশিয়াল এবং পাঠককে নিজ দায়িত্বে যাচাই করে নিতে অনুরোধ করা হচ্ছে। )