গল্পটার নাম ছিলো ‘পানজুত’। একটা অদ্ভুত পিঁপড়ে।

Uncategorized

গল্পটার নাম ছিলো ‘পানজুত’। একটা অদ্ভুত পিঁপড়ে।  এই অদ্ভুতের রপকার আদিত্য আর আমি।
ভোরের কাগজের ইষ্টিকুটুম পাতায় ছাপা হয়েছিলো আমাদের এই খামখেয়ালি গল্প। আদিত্য কবীর ছিলো আমাদের দলের খামখেয়ালির রাজা- উড়নচন্ডীর বাহাদুর। তুখোড় মেধাবী এই রাজা-বাহাদুরকে আমরা ভালবাসতাম, সহ্য করতাম সব অনিয়ম। ভোরেরকাগজের বর্ষপূূতির সংকলন ‘টাগজ’এ আদিত্যই আমাকে নিয়ে লিখলো — এক যে ছিলো ভোরের কাগজের রাজকন্যা…। সেই থেকে  দেখা হলে রাজকন্যার খবরের রাজত্ব জয়ের খবর নিয়েই ছেলেবেলার খুনসুঁটি তে মেতে উঠতো।
আহা! সেই অনিয়মের বাহাদুর নিয়ম ভেঙ্গে কর্পোরেট বাবু হয়েছিলো, সভ্য – শান্ত -লক্ষ্মী একটা বাবাও হয়েছিলো আমাদের আদিত্য।
আজ… এ নিমেষেই কেমন করে ‘আদিত্য’— ‘ছিলো’ হয়ে গেলো!
মেধায় জ্বলজ্বলে আদিত্য কি ‘ছিলো’ হয়!
ভাল থাকিস আদিত্য— আমার পানজুত পিঁপড়ের বন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *