গৃহপরিচারিকা থেকে সাফ জয়ের নায়ক: মারিয়া মান্দা

Uncategorized
গৃহপরিচারিকা থেকে সাফ জয়ের নায়ক: মারিয়া মান্দা
বাবার আদর স্নেহ থেকে বঞ্চিত মারিয়া মান্দার জন্ম ২০০৩ সালের ১০ ই মে, ময়মনসিংহের ধোবাউরার কলসিন্দুরে। মান্দার বাবা বীরেন্দ্র মারাতকে হারিয়ে মা এনাতো মান্দার জীবনে নেমে আসল গভীর অন্ধকার। সম্বল বলে ছিল না কিছুই তাদের। মারিয়াদের তিন বোন ও এক ভাইকে মানুষ করার জন্য মাকে কাজ নিতে হলো গৃহপরিচারিকার। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করতেন মারিয়ার মা, মাঝে মাঝে মারিয়া এবং তার বড় বোনকেও কাজে হাত লাগাতে হত। সীমাহীন কষ্টের মধ্য দিয়ে যেতে থাকা মারিয়ার জীবনে হাসি ফুটিয়েছে ফুটবল।
কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষকের সহযোগিতায় শুরু হয় কলসিন্দুরের মেয়েদের ফুটবলের পথচলা। চলতে থাকে নিয়মিত অনুশীলন, ট্রেনিং সেশন। তখনও একজোড়া বুট কেনার সামর্থ ছিলো না ২০১১ সালে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে খালি পায়ে শুরু হয়েছিল মারিয়ার ফুটবল খেলা। ২০১৩ সালে সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপরই মারিয়ার পায়ে ওঠে বুট। কিন্তু তখনো মা’র সঙ্গে পাশের বাড়িতে গিয়ে গৃহপরিচারিকার কাজ করতে হত মারিয়াকে।

২০১৪ সালে অনুর্ধ্ব-১৪ দলে ডাক পান মারিয়া। এএফসি অনুর্ধ্ব-১৪ আঞ্চলিক চ্যাম্পিয়নশীপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সে দলের সহঃ অধিনায়ক ছিলেন মারিয়া। ২০১৭ সালে ঢাকায় অনুর্ধ্ব-১৫ সাফে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, মারিয়ার নেতৃত্বেই। পরের বছর এএফসি অনুর্ধ্ব-১৬ বাছাইপর্বেও অপরাজিত চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দলের সদস্য ছিলেন মারিয়া। জায়গা পেয়েছেন মূল জাতীয় দলেও। শিলিগুড়ি সাফে বাংলাদেশের রানার্সআপ হওয়ার পেছনেও ছিল মারিয়ার গুরুত্বপূর্ণ অবদান। মারিয়ার নেতৃত্বেই এশিয়ার সেরা আটেও জায়গা করে নেয় বাংলার কিশোরীরা। বাংলার নারী ফুটবলের জাগরণের এক কার্যকরী সেনানী মারিয়া মান্দা।
মারিয়ার নেতৃত্বেই ঘরের মাঠে শক্তিশালী ভারতকে পরাজিত করে সাফ জিতলো বাংলাদেশ। দরিদ্র পরিবারে জন্ম, পরিবারের জন্য কাজ করতে হয়েছে গৃহপরিচারিকারও। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে মারিয়া যেন লিখে চলেছেন রূপকথার গল্প। মারিয়ার কষ্টের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ফুটবল। অদম্য কিশোরী মারিয়ার ভবিষ্যৎ জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা। বাংলাদেশের নারী ফুটবলের ছুটে চলা জয়রথ নিয়ে যাবে একদিন বিশ্বকাপের মঞ্চে। হয়তোবা দেখা যাবে নেতৃত্বের ব‍্যান্ড পরা কলসুন্দরী উচ্চ বিদ‍্যালয়ের অনন‍্য প্রতিভা দেশের নারী ফুটবল দলের ওয়‍্যালখ‍্যাত মারিয়া মান্দাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *