চরম_মাত্রায়_অভদ্রতা_দেখাচ্ছে হিন্দু সমাজ!!

Uncategorized

#চরম_মাত্রায়_অভদ্রতা_দেখাচ্ছে হিন্দু সমাজ!!
রাত বাজে প্রায় ২ টা। এখনো উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে মাতলামি করছে কিছু বেয়াদপ। পুজার নামে নিজেদের মনের খায়েশ মেটাচ্ছে। এই রাতে এতো জোরে বক্স বাজিয়ে আশে পাশের এলাকা কাপিয়ে দিয়ে পাল্লাপাল্লি করে কি প্রমাণ করতে চাচ্ছেন..? বিশাল পূজা করে ফেলেছেন..? উদ্ধার হয়ে গেছেন..? ভগবানের সান্নিধ্যে চলে গেলেন..? এদিকে যে বয়স্ক মানুষ গুলার কষ্ট হচ্ছে তা ভাবেন..? তারা মন থেকে একটা অভিশাপ দিয়ে দিলে কোথায় যাবেন হুশ আছে..? সব কিছুর একটা লিমিট থাকে।

পূজা করে পূর্ণের বদলে পাপ কামাই করছেন না তো..? সাউন্ড বক্স বাজিয়ে মায়ের মুর্তির সামনে মাতলামি করলে ভগবান পাওয়া যায়..? পুজা হয়..? যেটা হচ্ছে সেটা আমাদের পূজা না। এটা মাতালদের মদের আসর। তারা পূজাকে পুজি করে এই উৎশৃঙ্খল করছে। সনাতন ধর্ম কখনোই উৎশৃঙ্খলতাকে প্রশ্রয় দেয় না। ষড়রিপু থেকে দূরে থাকতে বলা হয়েছে যার একটি হচ্ছে মদ মানে নেশা। আর তাই করছি আমরা তাও পূজায় 👏 বাহ… মদ খেয়ে আবার মায়ের সামনেই নাচানাচি…!! বাহ.. আমাদের ধর্মকে আমরাই প্রশ্নবিদ্ধ করছি।

এদিকে যদি প্রশাসন কিছু বলে তাইলে বলবে আমাদের পূজা করতে দিচ্ছে না। আরে ভাই এই গভীর রাতে উচ্চস্বরে সাউন্ড বক্স বাজিয়ে কিসের পূজা…!

এটা সনাতন ধর্মের শিক্ষা নয়। এসব বাদ দিয়ে স্বাত্তিক পূজা করুন। ভগবান সবার মঙ্গল করুন।

(দ্রষ্টব্যঃ যারা পূজা মন্দিরে এই হীন কাজ করেন অথবা এই হীন কাজকে প্রশ্রয় দিচ্ছেন  আপনারা উভয়ই বেয়াদপ এবং সনাতন সমাজের কলংক। আপনাদের জায়গা মন্দিরে নয়, জঞ্জালে হওয়া উচিত।)

লেখকঃ
শ্রীমৎ বন্ধু কিশোর
গীতা শিক্ষক ও ধর্ম আলোচক,
শ্রী অঙ্গনধাম,ফরিদপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *