চাঁদপুরের কচুয়ায় কালী মন্দিরে ৮টি প্রতিমার বিগ্রহ ভাংচুরের অভিযোগ!

Uncategorized

চাঁদপুরের কচুয়ায় কালী মন্দিরে ৮টি প্রতিমার বিগ্রহ ভাংচুরের অভিযোগ!

কচুয়া সংবাদদাতাঃ চাঁদপুরের কচুয়ার নাহারা গ্রামের সার্বজনীন কালী মন্দিরে ৮টি প্রতিমার বিগ্রহ ভাঙ্গচুরের অভিযোগ পাওয়া গেছে। প্রতিমা ভাঙ্গচুরের পর কালী প্রতিমাসহ অন্য আরো ২টি প্রতিমাসহ মোট ৩টি প্রতিমার মাথাগুলো প্রায় হাফ কিলোমিটার দূরের পার্শ্ববর্তী ১টি মসজিদের মিম্বারে গিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে।

২৮শে সেপ্টেম্বর বৃহস্পতিবার মঙ্গলবার খবর পেয়ে মসজিদ থেকে প্রতিমার মাথাগুলো উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর টিম। এদিকে আসন্ন দূর্গা পূজাকে সামনে রেখে এমন ঘটনায় স্থানীয় সনাতনীদের মাঝে এক রকমের আতঙ্ক বিরাজ করছে।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ এবং পুলিশ সুপার মিলন মাহমুদ।

এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করে নাহারা সার্বজনীন কালি মন্দিরের সভাপতি গৌরাঙ্গ সূত্রধর বলেন, মঙ্গলবার ভোরে নিত্যদিনের মতো পূজা দিতে এসে প্রিয়লাল বালা প্রতিমা ভাংচুরের দৃশ্য দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়ি। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা কেউ বলতে পারছিলো না। তাই বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানিয়েছি।

এ ব্যপারে পুলিশ সুপার মিলন মাহমুদবলেন, এ ঘটনাটি খুবই জঘন্নতম অপরাধ। এ অপরাধের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে জেলা প্রশাসক অন্জনা খান মজলিশ বলেন, ধারনা করা হচ্ছে এখানে হিন্দু-মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে জন্য একটি মহল সুকৌশলে ঘটনাটি করেছে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না হতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধতারসহিত সতর্ক দৃষ্টি রাখতে হবে। আমরা বিষয়টি গুরুত্বসহ দেখবো।

এ সময় কচুয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুলতানা খানম, ইউএনও দীপায়ণ দাস শুভসহ বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *