চার কারণে স্ত্রীকে মারা যায়েয আছে
১। নামাজ না পড়লে
২। রোজা না রাখলে
৩। স্বামীর সৎ আনুগত্য না করলে
৪। ইজ্জতের হেফাজত না করলে।
বউ মারা প্লিয়ার গুলো ভাল করে শুনে নাও
এই চার কারণে বউকে পিঠুনি দিতে পারবেন
চার জায়গায় মারতে পারবেন না।
১। মাথায়
২। মুখে
৩। বুকে
৪। পিঠে
এখন আসেন বউকে মারবেন কোন জিনিস দিয়ে,,
লাঠি দিয়ে,নাকি রড দিয়ে, নাকি বাশ দিয়ে,
সেটাও ইসলাম বলছে।
মেসওয়াক পরিমাণ লাঠি দিয়ে স্ত্রীকে মারবেন
কমর থেকে পায়ের নিচে।
বউ মারা প্লিয়ার এখন হয়তো বলবে হুজুর
এ কেমন কথা।
মেসওয়াক পরিমান লাঠি দিয়ে স্ত্রীকে কিভাবে মারা যায়।
মাইর লাগবেনা তো মাইর সেইরকম সাটবেনা…!!!!
সুতারাং আমরা ওই লাঠি দিয়ে ঘুতাবো।
হে বউ পিটানো প্লিয়ার ভাল করে জেনে নাও
চুলের মুঠি ধরে বউকে যদি পিঠাও
তোমার পিঠুনির দ্বারা যদি মেয়েটির কোন
ক্ষতি হয়।অঙ্গ হানি হয়।
তাহলে ২৫ টা উট স্ত্রীর নামে সাদকাহ করে দিতে
হবে।
বর্তমান সময়ে ২৫ টা উটের দাম ২৫ লক্ষ টাকা।
হে বোন তোমার যারা আমার পোস্ট দেখতে
পাচ্ছো।তোমার স্বামী এর আগে যতো মেরেছে
সেই মাইর গুলো মাফ করে দিও।
কিন্তু নতুন করে পুনরায় যদি তোমাকে মারতে
চায়।
তখন বলবে মারবা মারো
বাধা নাই।
তবে ২৫ টা উঠ দিয়ে মারো। দেখবেন ২৫ টা উঠ দিতে পারবেনা কপালে মাইর জুটবেনা।
আর দ্বীনদার স্বামী যার তার কপালে জীবনেও মাইর উঠবেনা ইনশাআল্লাহ।©