ছেমড়ি মরসে

Uncategorized

ছেমড়ি মরসে :
———————–
১৯৬৫ পূর্ব পাকিস্তান, রংপুর।  হিন্দু বিরোধী দাঙ্গা চলছে। জনৈক্য সুনীল রাজনৈতিক কারণে জেলে আটক। তার সাথে আটক হিন্দু বিরোধী দাঙ্গার রংপুরের কিছু মুসলমান দাঙ্গাবাজ।  সুনীলবাবুর জবানবন্দী থেকে সীতাংশু রায় লিখলেন “বিদ্রোহী” বইটি।  “বিদ্রোহী” বইটি থেকে কিছু অংশ :

‘রংপুরের মিঠাপুকুর, লুন্ঠন, হত্যা আর ধর্ষণে জর্জরিত ! গ্রামের সকল পুরুষ প্রায় নিহত।  ৬/৭ থেকে ৬০/৭০ বছরের সকল হিন্দু মহিলা
ধর্ষিত !’ এইবার শুনুন বইটি থেকে, এই মহান কীর্তিতে জড়িত দাঙ্গাবাজ‌দের জেলের ভেতর জবান :

‘ জেল থিকা ছাড়া পাইলে এই কয়দিনের কাম, একদিনে উসুল করুম !’

একটা ছেলে বলল: ‘আমি যে ছেমড়িটারে নিসিলাম, হেতের ফাইট্যা, ফুইট্যা গল গল করে রক্ত বাইর হইতাছিল! আমি ছাড়ি নাই ! মামু আইসা কইলো ছেমড়ি মরসে !’

কথা শেষ হতে না হতেই তাগড়া জোয়ান কইলো : ‘ছারুম কেনে? মইরা গেলেও ছাড়ি নাই।  কাম শেষ কইরা তবেই ছাড়সি ! ৭/৮ বছরের ছেমড়িটারে নিসিলো রহমান, ফাইট্যা রক্ত বাইর হইতেই রহমান, ভয়ে ছাইরা দিসে ! হের পর আমি ধরলাম! চিৎকার দিসিলো ! কাম শেষ কইরা গলা টিপি দিসি !’মরার পরেও কাম চালাইসি !’

(রেফ: সীতাংশু রায় ‘বিদ্রোহী’ পৃষ্ঠা ৮১)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *