কে নাকি কইছে,
“জাহাঙ্গীরনগরের মেয়েদের কেউ সহজে বউ হিসেবে নিতে চায় না। কারণ, সারা রাত এরা ঘুরাফিরা করে”!
আমি তো জাবির কইন্যা। অনার্স ক্লাস ফাঁকি দিয়া দিনে রাইতে বন্ধু গো লগে বহুত ঘুরাফিরা করছি।
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যেদিন নিহত হলেন, আমরা চার বন্ধু ( ফরিদা শাহীন শওকত এবং আমি) ঢাকা এসেছিলাম সিনেমা দেখতে।
সিনেমা শেষ হতে সন্ধ্যা হয়ে যায়। গুলিস্তান সিনেমা হল থেকে বের হওয়ার পর রাস্তায় মানুষের জটলা থেকে ইন্দিরা গান্ধী নিহত হওয়ার সংবাদ পেয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম।
চার বন্ধু রাত আটটার ইউনিভার্সিটির বাসে চড়ে জাবি ক্যাম্পাসে ফিরে আসি।
এমুন আরও কত ঘুরাফিরা করছি। জাবির কইন্যা ঢাকা শহর চইষা বেড়াইছি, লালবাগ কেল্লা, মিরপুর চিড়িয়াখানা ঘুরছি! মিরপুর পর্বত সিনেমা হলে নতুন মুক্তিপ্রাপ্ত ছবি ‘ দূরদেশ’ দেখছি, সাভার ক্যান্টনমেন্ট সিনেমা হল গ্যারিসনে গিয়া কত সিনেমা দেখছি!
এমুন এক ঘুরুন্টি কইন্যারে বিবাহ কইরা কিন্তু ধইন্য হইছিল ঢাবির রূপকুমার উত্তম।
আরেকটা কথা, আমার গায়ে জাবির কইন্যা সীল ছাড়াও নারায়ণগঞ্জের কইন্যা সীলও আছে!
নারায়ণগঞ্জ কিন্তু জাবির চেয়েও দাগী—-পাকিস্তান আমল থেকেই নারায়ণগঞ্জ নাম শুনলে অনেকের রাতের ঘুম দিনের ঘুম একাকার হয়ে যায়!
পাকিস্তান আমলে নারায়ণগঞ্জ নাম পাল্টাইয়া নূরানীগঞ্জ রাখতে চাইছিল!
সেই নারায়ণগঞ্জের কইন্যা আমি, শামীম ওসমান আর সেলিনা আইভির ছায়া লইয়া ঘুরাফিরা করি!
যাই হউক, মোদ্দা কথা হইলো, ঢাবির উত্তম ভালোই আছে জাবির কইন্যারে বিয়া কইরা!
শুধু ভালো আছে কইলে কম বলা হইবো, দুইজনে মাঝে মাঝে উত্তম সুচিত্রা স্টাইলে গান করে, ” এই পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো!”
** খবরদার! জাবির কইন্যা সম্পর্কে আর কেউ যেনো কোনো রকম আকাইম্মা মন্তব্য না করে**
** ছোটোবেলা থেকেই ছেলে মেয়েদের একসাথে খেলাধূলা, গল্পগুজব, লেখাপড়া করতে দেয়া উচিত।
মেয়েদের ঘুরাফিরা করতে দেয়া উচিত।
ঘুরাফিরা করলে ইজ্জত যায় না। বরং মনের চোখ, দেখার চোখ উন্মুক্ত হয়। মেয়েরা নিজের পায়ের উপর দাঁড়াতে শিখে, সমস্যায় পড়লে সমস্যা থেকে বের হয়ে আসার পথ বের করতে পারে। বিপদে ছেলে মেয়ে দুজনেই দুজনের কাছে সাহায্য চাইতে পারে, দুজনেই দুজনের পাশে দাঁড়াতে পারে।
তাছাড়া একবিংশ শতাব্দীতে মেয়েদের বিয়ে দিতে হয় না। মেয়েরা মন চাইলে বিয়ে করতে পারে, মন না চাইলে বিয়ে না করতে পারে।
নিজের পায়ের উপর ভর দিয়ে দাঁড়াতে পারে যে মেয়ে, বিয়ে করা না করার উপর তার জীবন নির্ভর করে না। **
জাবিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
ঢাবিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।