জীবনের Success টা কি !! এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি

Uncategorized
জীবনের Success টা কি !! অসাধারণ।
এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি :
যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের “Success”, যখন হাঁটতে শিখলাম মনে হল এটাই success ।
যখন কথা বলতে শিখলাম মনে হল এটাই success।
এরপর স্কুলে গেলাম, শিখলাম first হওয়াটা বা সবার চেয়ে বেশি নম্বর পাওয়াই success।
এরপর বুঝলাম না আসলে মাধ্যমিকে স্টার পাওয়াটাই success।
ভুল ভাঙল, বুঝলাম উচ্চমাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাই success।
এখানেই শেষ নয়, এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে চান্স পাওয়াটাই success, যেটা পড়লে একটা ভালো চাকরি পাওয়া যাবে।
আরো পরে বুঝলাম না কলেজ শেষে ভালো চাকরী পাওয়া এবং অনেক রোজগার করাটাই success।
এরপর বুঝলাম না, নিজের টাকায় একটি ভালো ফ্ল্যাট কেনাটা success।
পরে বুঝলাম সেটাও নয়, নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল success।
আবার ভুল ভাঙল, এরপর দেখলাম ভাল দেখে বিয়ে করে সুখে সংসার করাটাই আসল success।
বছর ঘুরলো, দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে ভালো ভাবে বড় করাটাই success, ছেলে হলে তাকে প্রতিষ্ঠিত করাটাই success, মেয়ে হলে একটা ভালো ফ‍্যামেলীর ভালো চাকুরীর ছেলের সাথে বিয়ে দেওয়াটাই success।
এরপর এলো আমার রিটায়ারমেন্ট, সারা জীবনের জমানো টাকার সঠিক investment করে utilization করতে পারাই success…
এরপর যখন সবাই মিলে চিতায় উঠিয়ে দিল। মড়ার একটু আগেই বুঝলাম পৃথিবীতে success বলে কোন কিছুই স্থায়ী লক্ষ নেই, পুরোটাই একটা এগিয়ে যাওয়ার জন্য নিজের তৈরী করা competition, যার মূলে আছে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা, যা কখনো পূর্ণ হবার নয়।
তখন বুঝতে পারলাম এর থেকে জীবনের প্রতিদিন বা প্রতি মূহুর্ত আনন্দের সঙ্গে সুস্থথাকা ও অন্যের জন্য কাজ করতে পারাই success এর মূল লক্ষ্য হলে অনেক ভালো হত। কিন্তু এটা বুঝতে অনেক দেরী করে ফেলেছি ।
জীবন কে খুঁজুন, জীবন কে বুঝুন…..নিজেকে ভালোবাসুন, অন্যদের সন্মান দিন আর ভালোবাসুন……বিশেষ করে যাদের ভালোবাসার খুবই প্রয়োজন………..=এটাই বাঁচার শর্ত।।❤️❤️❤️(সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *