টিকা নেয়ার পর সারাদিনের অনুভূতি__
—————————————————–
আমি কোভিড-১৯’র টিকা নিয়েছি ১০/০২ তারিখ আনুমানিক দুপুর ১২ টার দিকে। টিকা নিয়ে একটু রেস্ট নিতে হয়। সাধারনত যে কোনো ইঞ্জেকশন নিলেও একটুখানি রেস্ট নেয়া ভালো। পাশের রুমেই বসার স্থান। আমি ও আমার এক ভাইপো সন্দীপ কুমার রায় বসে হালকা আলাপচারিতায় সময় কাটাচ্ছি। আগে থেকেই পরিচিত কয়েকজন টিকা নিয়ে ওখানে বসে ছিলেন। তারপর ঢুকলেন আমার গ্রামের এক কাকিমা তার ছেলে ও সংবাদকর্মী মি. স্ট্যালিন। একটু পরে সন্দীপ বললো কাকু আমার তারা আছে আমি চললাম, আপনি পরে আসেন। আমি আড্ডাবাজ মানুষ আরেকজনের সাথে গল্পে মেতে উঠলাম।
একটু পরে স্ট্যালিন বললো, ‘দাদা আপনার কি মাথা ঝিমঝিম করতেছে ” ? বললাম, কই নাতো, তুমি হয়তো টেনশনে আছো তাই এমনটি মনে হচ্ছে। সে বললো, ঠিক ধরেছেন দাদা, নিলফামারীতে আমার জরুরী কাজ আছে টিকা নেয়ার কারনে খুব দেরি হলো, এই আমি চললাম। বাস, সেও চলে গেলো।
অগত্যা আমি আর খামাখা বসে থেকে কি করি। বাইরে এসে একটা রিকশা নিয়ে রওনা হলাম বাসার দিকে। বাসায় ঢুকতেই আমার হোম মিনিস্টার বললো, টিকা নিলা, ঠিক আছোতো, মাথাকি একটু ধরেছে, এখন কি একটু শুয়ে থাকবে ? ইত্যাদি ইত্যাদি_______________
বললাম,খুব ভালো আছি, অনেকের আগেই টিকা নিতে পেরে বেশ ফুর্তিতে আছি, আমি একদম ঠিক আছি।
বিকেল ৩ টার দিকে আমার মেয়ে এবং তার তিনজন বান্ধবীকে ভূগোল পড়াই। আজকেও ভূগোলের অংক করালাম। তার পর ৫ টার দিকে আমার রুটিন মাফিক ইচ্ছেমত সটান ঘুম।
সন্ধা ৭টার পর চা খেয়ে বাজারে ঢুকলাম। বেশ কয়েকজন জিজ্ঞেস করলেন, ‘আপনিতো আজ টিকা নিয়েছেন, কেমন লাগতেছে, মাথা কি ঘুড়ে, ব্যাথা পেয়েছিলেন কি’ ? আরো কত কিযে জিজ্ঞেস করলো তার ইয়ত্তা নেই। আমি টিকা নেয়ার জায়গাটায় কয়েকটা ঘুষি মেরে বললাম, কই ব্যাথা বলেতো কিছুই মনে হচ্ছে না। সব গুজব, আপনিও তারাতারি টিকা নেয়ার জন্য নিবন্ধন করে ফেলুন। আমার কথায় একটু সাহস পেয়ে বললো, আচ্ছা আগামীকাল করবো দাদা।
আসলে, টিকা নিয়ে মানুষের মধ্যে এত নেগেটিভ চিন্তার কারন হলো আমাদের দেশে কিছু ছাগলের টিকা নিয়ে লাগাতার অপপ্রচার। ফেসবুকে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের মাঠে ঘাস খাওয়া এক ছাগল নাকি বলেছিলেন, আমি ইন্ডিয়ার টিকা নেই নি, লন্ডনের টিকা নিয়েছি। আর এক ধেরি ছাগলতো আজকাল মুখে যা আসে তাই বলে। ভারত থেকে ২০ লক্ষ ৪ হাজার উপহারের টিকা যখন এসেছে এদের প্রপাগান্ডা সেই তখন থেকেই শুরু হয়েছে।
কিছু ভন্ড হুজুরতো আজকাল করোনা ও করোনার টিকা সম্পর্কিত মানুষ হাসানো বিশেষজ্ঞে পরিনত হয়েছে !
আসল ব্যাপারটা কি জানেনতো, পাকিপ্রেমি কিছু প্রেতাত্মা আছে আমাদের দেশে। ওদের পেয়ারের দেশটি যদি টিকা আবিষ্কার করে পাঠাতো তাহলে এরা হয়তো বলতো, ”আরে ভাই টিকা হাতে কেন এক জায়গায় নিলেই হলো, এই নাও লুঙ্গি ভাসালাম, মার ওখানেই মার”। কিন্তু দুঃখ যে, এসব কাজে তাদের পেয়ারের দেশটি বড়ই হাদারাম___________________
সকলের উদ্দেশ্যে বলি, আমাদের মাননীয় প্রধান মন্ত্রী খুবই বিচক্ষণ ও জনবান্ধব। তাইতো অনেক উন্নত দেশ টিকার ব্যাবস্থা করতে না পারলেও আমাদের দেশে টিকা কার্যক্রম শুরু হয়ে গেছে। এ জন্য মাননীয় প্রধান মন্ত্রীকে দেশবাসীর পক্ষ থেকে জানাই প্রাণঢালা অভিনন্দন।
পরিশেষে বলি, আজ টিকা নেওয়ার জন্য যে ভীড় দেখলাম৷ আপনারা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে যতদ্রুত সম্ভব নিবন্ধন করে ফেলুন। আমি ভালো আছি, আগের মতই আছি৷ এখনো ফেসবুক চালাচ্ছি। নো টেনশন, ১১/০২ তারিখ বিকেল ৫ টায় একটা মন্দিরে প্রগ্রাম দেয়া আছে, যথারীতিই সেখানে উপস্থিত হবো।
১১/০২/২১ — ৩.০৫ এএম।
নির্মলেন্দু রাং