ডঃ আশীষ সরকারের জন্ম 1956 সালে বহরমপুরের তরতীপুর গ্রামে। পিতামহ যোগেন্দ্র নাথ সরকার স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহন করে শহীদ হন। পিতা অশ্বিনী সরকার কর্মসূত্রে উত্তরপ্রদেশে রেলের আধিকারিক ছিলেন। তাই ডঃ সরকারের শিক্ষালাভ মূলতঃ উত্তরপ্রদেশেই। আগ্রার সেন্ট জন্স ইন্টার কলেজের স্নাতক, তারপর আগ্রা কলেজ থেকে LLB এবং অর্থশাস্ত্রে MA ও পদার্থবিদ্যায় MSc, আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে PhD, DHPL এবং PGDBM ও ভারতীয় বিদ্যা ভবন থেকে PGDJ পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছেন। ডঃ সরকার ছোটবেলা থেকেই একরোখা ছিলেন এবং যে কাজ একবার করবার মনস্থ করতেন, সেটি শেষ না করে ছাড়তেন না। ডঃ সরকার ছাত্রাবস্থা থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। জরুরি অবস্থার সময় ডঃ সরকার পুলিশ এবং গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে অত্যন্ত দুঃসাহসিকতার সঙ্গে সঙ্ঘ নির্দিষ্ট দায়িত্ব পালন করেছেন। ভারত স্কাউটস এন্ড গাইডসের গ্রূপ লিডার, এনএসএস-এর ইয়াং লিডার এবং নর্দার্ন রেলওয়ে জুনিয়র ফুটবল টিমের সদস্য হিসেবে ডঃ সরকার যুবক মহলে বেশ পরিচিত নাম ছিলেন। পরে আগ্রা কলেজের পদার্থবিদ্যা এসোসিয়েশনের সম্পাদক হিসেবেও ছাত্রসমাজে অত্যন্ত জনপ্রিয় ছিলেন। উনি রাষ্ট্রীয় সয়ংসেবক সঙ্ঘের বিভাগ প্রমুখ (প্রচার ও প্রসার) এর দায়িত্বও পালন করেছেন। পরবর্তীকালে দত্তপন্থ ঠেংরির অনুপ্রেরণায় ডঃ সরকার ভারতীয় মজদুর সঙ্ঘে গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন৷ JAIIB পরীক্ষায় পাস করে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ায় উচ্চপদে কর্মরত থাকাকালীন উনি All India SBI Workers Organization NOBW র National Secretary ছিলেন। দধিচি দেহদান সমিতি এবং নোবেল কজ নামক দুটি NGO র প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে এবং জলাধিকারের National Secretaryর ভূমিকায় সমাজ সেবামূলক কাজের সাথেও ডঃ সরকার ওতপ্রোতভাবে জড়িত। ভারতীয় মার্গসংগীতের পৃষ্ঠপোষক ডঃ আশীষ সরকার স্পিক ম্যাকের জেলা সভাপতি ছিলেন। উনি Civil Defense এর সাথে Deputy Post Warden হিসেবেও যুক্ত ছিলেন। এখনো হেরিটেজ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের উনি পরামর্শদাতা। ডঃ সরকার ক্রিয়াযোগের অবলম্বী এবং জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে ও অর্থনীতির ওপর বিভিন্ন পত্রপত্রিকায় লেখেন ও টেলিভিশনে বিশেষজ্ঞ হিসেবে আমন্ত্রিত হন। ডঃ সরকার জনসঙ্ঘের আমল থেকে সুদীর্ঘ 35 বছর রাজনীতির সাথে ঘনিষ্ঠভাবে যুক্তl আছেন এবং বিজেপির কার্যকর্তা হিসেবে উত্তর প্রদেশ, হরিয়ানা এবং দিল্লি প্রদেশে নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানোর পর গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের স্টেট কমিটির সদস্য হিসেবে বিভিন্ন জেলায় কার্যক্রম এবং জনসংযোগের মাধ্যমে রাজ্য বিজেপিকে খুব কাছ থেকে দেখবার এবং বোঝবার সুযোগ পেয়েছেন। এছাড়া পাঁচটি লোকসভা আসন যথা উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বর্ধমান পূর্ব, বীরভূম ও হাওড়ার Coordinator হিসেবে নিজ দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন রাজ্যে বিজেপির সংগঠন তৈরি করা ও নির্বাচন পরিচালনা করার অভিজ্ঞতা এবার পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনে কার্যকরী দিশা দেখাবে।
ডঃ আশীষ সরকারের স্ত্রী শ্রীমতি চন্দ্রকান্তা সরকার দিল্লির স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে Asst. Gen. Manager হিসাবে সম্প্রতি অবসর গ্রহণ করেছেন। ওঁদের একমাত্র পুত্র শ্রী হিমাদ্রি সরকার ICICI BANK MUMBAI তে ম্যানেজার হিসেবে কর্মরত।