নমস্কার 🙏
ডিভোর্স নিষিদ্ধ না অনুমোদিত?
★পতিগৃহে বধূর স্থান কিরূপ হওয়া বাঞ্ছনীয়?
আধুনিক সমাজে #ডিভোর্স খুবই পরিচিত একটা শব্দ। নানা কারণে সমাজে স্বামী স্ত্রীর বিচ্ছেদ হচ্ছে, তাদের সন্তানেরা পাচ্ছে না মানসিক বিকাশের জন্য সঠিক পারিবারিক শিক্ষা ;দেখা দিচ্ছে হরেক রকমের বিশৃঙ্খলা ও অসঙ্গতি। পাশ্চাত্য সভ্যতার অনুকরণে সনাতন সমাজেও এই ব্যাধি ধীরে ধীরে পচন ধরাচ্ছে।
★হিন্দুদের মধ্যেই অনেকে প্রশ্ন করে…কই!!অনেক তো দেখলাম যে হিন্দুরাও ডিভোর্স দিতেছে ;তাহলে ডিভোর্স কি সনাতন ধর্মে বৈধ??তো আসুন দেখা যাক পবিত্র বেদ এ সম্পর্কে কি বলে….
👇👇👇
ইহৈব স্তং মা বি যৌষ্টং বিশ্বমায়ুর্ব্যশ্নুতম্।
ক্রীড়ন্তৌ পুত্রৈর্নপ্তৃভির্মোদমানৌ স্বস্তকৌ।।
অথর্ববেদ (১৪/১/২২)
অনুবাদঃ হে দম্পতি! তোমরা উভয়ে একসঙ্গেই থাকো, কখনো পৃথক হইও না।নিজের গৃহে পুত্র ও পৌত্রদের সঙ্গে খেলিয়া আনন্দ করিয়া পূর্ণ আয়ু ভোগ করো।
দেখতেই পাচ্ছেন যে পবিত্র বেদে স্পষ্ট করেই বলা আছে যে কখনো পৃথক হইও না।
★★এখন প্রশ্ন হলো …”হিন্দু জামাই রা কি হিন্দু বধূদের মারধর করে না? অত্যাচার করে না? শশুর শাশুড়ি ননদ দেবর কর্তৃক বধূরা কি অত্যাচারিত হয় না? তাহলে মুসলমানদের সাথে হিন্দুদের পার্থক্য কি রইল? ধর্মান্তরিত হইলেই বা কি হইল??তাহলে তাদেরকে পরিত্যাগ করা উচিত নয় কি??
👉 এজন্য আমাদের আগে জানা উচিত যে সনাতন ধর্মে স্ত্রীকে “ধর্মপত্নী”র স্থান দেওয়া হয়েছে। পরিবারের অন্যান্য সদস্যদের কাছেও একজন বধুর স্থান কিরূপ??নিচের মন্ত্রটি লক্ষ্য করুন
👇👇👇
সম্রাজ্ঞী শ্বশুর ভব সম্রাজ্ঞী শ্বশ্র্বাং ভব।
ননান্দরি সম্রাজ্ঞী ভব সম্রাজ্ঞী অধি দেবৃষু।।
ঋকবেদ (১০/৮৫/৪৬)
অনুবাদঃ হে স্ত্রী! শশুরের নিকট সম্রাজ্ঞী হও, শাশুড়ির নিকট সম্রাজ্ঞী হও,ননদের নিকট সম্রাজ্ঞী হও এবং দেবরদের নিকট সম্রাজ্ঞীর অধিকার প্রাপ্ত হও।
দেখুন!!.. সনাতন ধর্মে স্ত্রী কে ঠিক কতটুকু উচ্চতায় বসানো হয়েছে।
এত মহান বিধান যে ধর্মের… তা ছেড়ে মানুষ কিভাবে যায়? কিভাবে ধর্মান্তরিত হয়!! এসকল ই আমাদের অজ্ঞানতার পরিনাম।
মানুষের আচরণ দেখে ধর্মকে যাচাই করা আমাদের খুব বাজে লেভেলের বদ অভ্যাস হয়ে গেছে।কয়েকটা হিন্দুর অধর্ম আচরণ দেখে সনাতন ধর্ম কে বিচার করতে যাবেন না। সনাতন ধর্ম সর্বদা সত্য, সুন্দর ও কল্যাণের কথা বলে।
ধর্ম না মানলে হাজারটা যুক্তি দিয়েও পার পাবেন না ; অধার্মিকের বিনাশ নিশ্চিত!! স্ত্রীরা যদি সঠিকভাবে ধর্মপালন না করেন, স্বামিরা যদি স্ত্রীকে সঠিক সম্মানের জায়গা না দেন এবং এইরূপে অধর্ম করতে থাকেন তাহলে ডিভোর্স হবে,অশান্তি হবে, বিশৃংখলা হবে,..হবেই!!
ধর্ম ঠিকমত জানার প্রয়াস করবেন না,অথচ কয়েকটা অধার্মিকের আচরণ দেখে সনাতন ধর্মকে যাচাই বাছাই করবেন এ কি ধরনের হিপোক্রেসি রে ভাই!! আমি বলছি না আমি খুব ধর্ম জ্ঞানী হয়ে গেছি,কিন্তু জানার প্রয়াস অটুট আছে।
ঈশ্বর সকলের সুবুদ্ধি দিক 🙏।
ওঁ শান্তি ওঁ শান্তি ওঁ শান্তি।