ফের যদি কেউ পাঠাস, ও রে, মেসেঞ্জারে ঘড়ি;
মাঁদারগাছে বাঁধব তোদের, সঙ্গে পাটের দড়ি।
পাঠাস যদি কমন মেসেজ আবার মেসেঞ্জারে,
কাপড় তুলে মারব পাছায় শপাং-শপাং ঘা রে।
আবার পেলে কপিড মেসেজ, বলছি রেখে হাছা;
সামনে পেলে করব রঙিন কৃষ্ণবরণ পাছা।
মারব তোদের পাছায় কেবল? কানের নিচে দুটো,
শরীরজুড়ে জন্ম নেবে নতুন-নতুন ফুটো।
মারব তোদের এমন করে পড়বে পাছায় দাগও;
দাগেই হবে দারুণ কিছু, মিটবে মনের রাগও।
এমন করে হাজার মানুষ যেসব লোকে ভোগায়,
জায়েজ আছে তাদের মারা শপাং-শপাং হোগায়।
পারলে দিবি ভিন্ন মেসেজ, টিপিস নে আর লেবু;
শান্তি নে রে, শান্তি দে রে, শান্ত থাকুক ফেবু।
মাগনা দিলে হাগবে এমন, জানত যদি আগে;
সুযোগ দিত বাঙ্গালিদের বেকুব জাকারবাগে?
পয়সা দিয়ে কিনিস যারা মোবাইল ফোনের ডাটা;
করবি খরচ ক্যামনে-কোথায়, মগজ খানিক খাটা।
নতুন বছর-পূজায়-ইদে মেসেজ পাবে কারা?
মেসেজ দিবি কেবল তাদের, কাছের মানুষ যারা।
এমন করে মারার পরও আবার যদি পাঠাস;
ভাবব তোরা মানুষ না রে, মানুষরূপী খাটাশ!
:আখতারুজ্জামান আজাদ